ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে ED-র হাতে গ্রেফতার শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত

ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে ED-র হাতে গ্রেফতার শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত

মুম্বই: জমি দুর্নীতি-কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাত গ্রেফতার শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত। সোমবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয়। ইডি সূত্রে খবর, তদন্তে সহযোগিতা করেননি সঞ্জয়৷ সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়। সোমবারই তাঁকে আদালতে তোলা হবে। জানা গিয়েছে, তাঁর বাড়ি থেকে বেশ কিছু নথিপত্রও উদ্ধার করেছেন তদন্তকারী অফিসাররা৷ 

আরও পড়ুন- দিল্লিতে চার বিরোধী মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, মুখোমুখি বৈঠকে বসছেন সোনিয়া-মমতা? 

এর আগে জমি দুর্নীতি-কাণ্ডে দু’বার সঞ্জয় রাউতকে ডেকে পাঠিয়েছিল ইডি। কিন্তু, কোনও বারই সাড়া দেননি তিনি। এর পর ৩১ জুলাই সকাল ৭টা নাগাদ সিআইএসএফ জওয়ানদের সঙ্গে নিয়ে পূর্ব মুম্বইয়ের বান্ডাপে সঞ্জয়ের বাড়িতে হানা দেন ইডি-র আধিকারিকরা৷ তাঁর বাড়ি থেকে নগদ সাড়ে ১১ লক্ষ টাকা উদ্ধার হওয়ার পরই শিবসেনা মুখপাত্রকে আটক করা হয়৷ সন্ধেবেলা জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ইডি-র দফতরে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় ছয় ঘণ্টার জেরার পর তাঁকে গ্রফতার করে ইডি।

রবিবার ইডি-র অভিযান শুরুর আগেই টুইট করেছিলেন সঞ্জয় রাউত৷ তিনি লেখেন, ‘মিথ্যে পদক্ষেপ, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। আমি কোনও ভাবেই শিবসেনা ছাড়ব না। মরে গেলেও আত্মসমর্পণ করব না। লড়াই চলবে।’ সঞ্জয়ের বাড়িতে যখন ইডির অভিযান চলছে তখন তাঁর বাড়ির সামনে জড়ো হন শিবসেনা সমর্থকেরা।  ইডি এবং বিজেপির বিরুদ্ধে  স্লোগান তোলেন তাঁরা। কিন্তু রবিবার সঞ্জয়কে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তাঁর বয়ান রেকর্ড করা হয়। সঞ্জয়ের স্ত্রী বর্ষা এবং দুই সহযোগীর নামে থাকা ১১ কোটি ১৫ লক্ষ টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি।