মুম্বই: মহারাষ্ট্রের রাজনীতিতে নাটকীয় পালা বদলের পর্ব সারা৷ আস্থা ভোটে জিতে মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন একনাথ শিন্ডে৷ কিন্তু বিধানসভায় আস্থা ভোটের বক্তৃতা দিতে গিয়ে গলা ভিজল তাঁর৷ সন্তানের স্মৃতিতে কেঁদে ফেললেন তিনি৷ ভয়াবহ নৌকাডুবিতে ১১ বছরের পুত্র আর ৭ বছরের কন্যার মৃত্যুর প্রসঙ্গ তুলে ধরলেন মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী৷ সেই সঙ্গে এও জানালেন, কী ভাবে এই ভয়ঙ্কর শোক থেকে তাঁকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছিলেন শিবসেনার এক সতীর্থ আনন্দ দীঘে৷ সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে উদ্ধব শিবির যে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছে, তার জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী শিন্ডে৷
আরও পড়ুন- মারতে মারতে দু’টুকরো বেত, চলল চড়-থাপ্পড়! শিক্ষকের নৃশংস মারে জ্ঞান হারাল ৫ বছরের শিশু
এ দিন, আস্থা-বক্তৃতায় আবেগতাড়িত হয়ে পড়েন একনাথ৷ তিনি বলেন, ‘‘আমার পরিবারের উপর ওরা আক্রমণ চালিয়েছে। আমার মা মারা গিয়েছেন অনেক দিন হল, বাবা বেঁচে আছেন। তবে বাবা-মাকে কোনও দিন বেশি সময় দিতে পারিনি। আমি বাড়ি ফেরার সময় ওঁরা ঘুমিয়ে থাকতেন। আর আমি যখন ঘুমাতাম তখন কাজে চলে যেতেন। আমি আমার ছেলে শ্রীকান্তকেও বেশি সময় দিতে পারিনি। আমার দুই সন্তানই দুর্ঘটনায় মারা গিয়েছে। সেই কঠিন সময় আনন্দ দীঘে আমাকে সান্ত্বনা দিয়ে সামলেছিলেন। আমি সব সময়ই ভাবতাম, কী নিয়ে বেঁচে থাকব?’’
নৌকাডুবিতে মৃত্যু হয়েছিল শিন্ডের ১১ বছরের ছেলে আর ৭ বছরের মেয়ে৷ সন্তান বিয়োগের পর ভেঙে পড়েছিলেন তিনি৷ তখন শিবসেনা নেতা আনন্দ দীঘে কী ভাবে তাঁর চোখের জল মুছিয়ে তাঁকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছিলেন, কী ভাবে বিধানসভার পরিষদীয় দলের নেতা করেছিলেন, এদিনের ভাষণে সে কথা উল্লেখ করেন শিন্ডে৷ তাঁর দাবি, কংগ্রেস-এনসিপির সঙ্গে হাত মিলিয়ে মহাবিকাশ আঘাড়ী জোট সরকার গঠনের সময়েও মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর নাম উঠে এসেছিল। কিন্তু তাতে বাধা দিয়েছিলেন এনসিপি নেতা অজিত পওয়ার। একনাথ এও বলেন, ‘‘অজিত পওয়ার অবশ্য বলেছিলেন, আপনাকে নিয়ে আমার কোনও সমস্যা নেই। কিন্তু বিরোধিতা আসছে আপনার দলের অন্দর থেকেই। তাই শরদ পাওয়ারের প্রস্তাব মেনে উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী করা হয়। আমি সেটা মন থেকেই মেনে নিয়েছিলাম।’’
এদিন মহারাষ্ট্র বিধানসভায় আস্থা ভোটে শিন্ডের পক্ষে ১৬৪টি ভোট পড়ে, বিপক্ষে পড়ে ৯৯টি ভোট। তবে মহারাষ্ট্র বিধানসভায় শিবসেনার পরিষদীয় দলকে ঘিরে যে জটিলতা তৈরি হয়েছে, সেই জল সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
