কর্ণাটকের ভোট ঘোষণা হয়ে গেল, জয় নিয়ে আশাবাদী কংগ্রেস

কর্ণাটকের ভোট ঘোষণা হয়ে গেল, জয় নিয়ে আশাবাদী কংগ্রেস

নয়াদিল্লি: আগামী মে মাসে এক দফায় ভোট হবে দক্ষিণের রাজ্য কর্ণাটকে। এদিন সাংবাদিক বৈঠক করে সেই রাজ্যের ভোটের দিন ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, আগামী ১০ মে কর্ণাটকে হবে ভোট এবং ফল ঘোষণা হবে ১৩ তারিখ। ইতিমধ্যেই কংগ্রেস এবং জেডিএস প্রথম দফায় প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আর ভোটের দিন ঘোষণা হয়ে যাওয়ায় রাজনৈতিক উত্তাপ আরও বৃদ্ধি পেল সে রাজ্যে।

আরও পড়ুন- বাড়ছে গ্যাসের দাম, কী করে জ্বালানির সাশ্রয় করবেন? মেনে চলুন সহজ নিয়মগুলি

শেষ বিধানসভা ভোটের পর জেডিইউয়ের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছিল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হয়েছিলেন এইচডি কুমারস্বামী। কিন্তু সেই সরকারকে বেশিদিন টেকাতেই পারেননি তারা। কংগ্রেস জোটকে ক্ষমতাচ্যুত করে সরকারের দখল নিয়ে নিয়েছিল বিজেপি। তারপর থেকে এখনও পর্যন্ত কর্নাটকে দুর্নীতির অভিযোগে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। যদিও বিরোধীদের কোনও অভিযোগেই পাত্তা দিতে রাজি নয় গেরুয়া শিবির। তারা নিজেদের মতো করে আসন্ন নির্বাচনের জন্য ঘুঁটি সাজিয়েছে। তবে এবার নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী কংগ্রেস।