বেঙ্গালুরু: এ যেন ভাসমান বিনোদনের দুনিয়া৷ দ্বিতল বিমানের পরতে পরতে আভিজাত্যের ছোঁয়া৷ রয়েছে একাধিক বিলাসবহুল পরিষেবা৷ যাত্রীদের শোয়ার ব্যবস্থা থেকে স্নানের জায়গা, স্পা। রয়েছে ওয়াইফাই কানেকশনও৷ কথা হচ্ছে বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমানের৷ এতদিন কেবলমাত্র মুম্বই থেকেই মিলত এই বিমানের পরিষেবা৷ এবার এ৩৮০ বিমান উড়াবে বেঙ্গালুরু থেকেও৷ গন্তব্য দুবাই৷ ৩০ অক্টোবর থেকেই দেশের দ্বিতীয় বৃহত্তম শহর বেঙ্গালুরু থেকে চালু হবে এ৩৮০ বিমান পরিষেবা৷
আরও পড়ুন- পুরুষের তুলনায় মহিলাদের যৌন সঙ্গীর সংখ্যা বেশি! সরকারি তথ্যে চাঞ্চল্য
বিমানটির ওজন ৫১০ থেকে প্রায় ৫৭৫ টন৷ দৈর্ঘ্য নয় নয় করে ৭৩ মিটার। উচ্চতা ২৪ মিটার। প্রাকৃতিক উপায়ে ব্যখ্যা করলে, বিমানটি দু-দু’টি নীল তিমির সমান লম্বা এবং পাঁচটি জিরাফের থেকেও বেশি উঁচু। মাটি থেকে ৪৩,১০০ ফুট উপর দিয়ে উড়ে চলে এই দ্বিতল বিমানটি। বেঙ্গালুরু থেকে এটি চালাবে বিমান পরিবহণ সংস্থা এমিরেটস। বর্তমানে বিশ্ব জুড়ে এই ধরনের এমিরেটসের ১১৮টি বিমান চালু রয়েছে৷ এর দীর্ঘতম রুট হল— সংযুক্ত আরব আমিরশাহির দুবাই থেকে নিউজিল্যান্ডের অকল্যান্ড৷ যাত্রাপথের দৈর্ঘ প্রায় ১৪,১৯৩ কিলোমিটার।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
