‘‘একটা ছুটি দেবেন..অন্য সংস্থায় ইন্টারভিউ দেব,’’ কর্মীর আবেদন দেখে চক্ষু চড়কগাছ বসের

‘‘একটা ছুটি দেবেন..অন্য সংস্থায় ইন্টারভিউ দেব,’’ কর্মীর আবেদন দেখে চক্ষু চড়কগাছ বসের

নয়াদিল্লি:  আমার সকলেই জীবনের ইঁদুর দৌড়ে সামিল। সাফল্য আর উন্নতির লক্ষ্যে নিরন্তর ছুটে চলেছি। একটি সংস্থায় কাজ করতে করতে অপর সংস্থায় উচ্চপদে চাকরির চেষ্টা করাটা খুবই স্বাভাবিক৷ কারণ সকলেই চায় ভালো জায়গায় পৌঁছতে৷ তবে এক সংস্থা থেকে অন্য সংস্থায় যাওয়ার এই চেষ্টা চলতে থাকে নীরবে৷ সাধারণত এই বিষয়টি সকলে গোপনই রাখে৷ কিন্তু, এক্ষেত্রে ব্যাপারটা একটু ব্যতিক্রমী৷ এক ব্যক্তি ছুটির আবেদনে যা লিখলেন, তা দেখে সকলের চক্ষু চড়কগাছ৷ ছুটির সেই আবেদনপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ 

আরও পড়ুন-বিক্ষোভের মাঝে ‘অগ্নিবীর’ নিয়োগে বয়সের ছাড়, কত বছর পর্যন্ত আবেদন করা যাবে?

@s5sahil নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ছুটির ওই আবেদনপত্রটি শেয়ার করা হয়েছে৷ সেখানে ছুটির আবেদন জানিয়ে একটি ই-মেল করা হয়েছে। ভাবছেন হয়তো এতে স্পেশাল কী রয়েছে? আসলে ভাইরাল হওয়া ওই ছুটির আবেদনপত্রের বয়ানে লুকিয়ে রয়েছে চমক। যেটা পড়ার পর যে কেউ থতমত খেতে পারেন। ওই ছুটির আবেদনপত্রে লেখা হয়েছে, “স্যর, আজ আমার অন্য একটি কোম্পানিতে ইন্টারভিউ রয়েছে। এর ফলে আমার একটি ছুটির প্রয়োজন। তাই ছুটির আর্জি জানিয়ে আমি আপনাকে ই-মেল করলাম। আশা করি আপনি আমার ছুটি মঞ্জুর করবেন।” এমন একটি ছুটির আবেদন দেখে সকলে একবারে বাকরুদ্ধ৷ আর ওই চিঠি পড়ে অফিসের বসের অবস্থা কী হয়েছে, তা সহজেই অনুমেয়৷ 

এই পোস্টটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নানা মন্তব্যও ধেয়ে এসেছে৷ কেউ কেউ ওই ব্যক্তির সাহসকে কুর্নিশ জানিয়েছেন৷ কারণ তিনি লুকিয়ে কিছু করেননি৷ আবার অনেকের কথায় তিনি বোকা৷ কারণ এই কাজের ফলে তিনি চাকরি হারাতে পারেন৷ ওই ব্যক্তির সঙ্গে কী করা হবে, তা অবশ্য আমাদের জানা নেই৷ তবে তাঁর এই চিঠি নেটপাড়ায় শোরগোল ফেলেছে৷