পানিপথ: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মৃত্যু হল একই পরিবারের ৬ জনের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হরিয়ানার পানিপথের তেহশিল ক্যাম্প এলাকায়। জানা গিয়েছে, এই ঘটনায় পশ্চিমবঙ্গের এক পরিযায়ী শ্রমিকের পরিবারের সকলের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সকলের দেহ উদ্ধার করে। মৃতদের মধ্যে ৪ জন শিশু।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড়সবড় গলদ, নিরাপত্তাবলয় ভেঙে মালা হাতে ঢুকে পড়ল এক যুবক
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর সাড়ে ৬টা নাগাদ এই ঘটনা ঘটে। সেই সময় রান্না করা হচ্ছিল। একটিই মাত্র ঘরে গোটা পরিবার থাকায় আগুন থেকে বাঁচার কোনও সুযোগ পাননি কেউ। মুহূর্তের মধ্যে গোটা ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। যারা মারা গিয়েছেন তারা হলেন আব্দুল করিম (৪৮), তাঁর স্ত্রী আফরোজ (৪৫), তাঁদের তিন কন্যা ঈশরাৎ (১৮), রেশমা (১৬), আফসানা (৮) এবং এক পুত্র আব্দুস (১২)। সকলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং বাংলায় তাঁদের পরিবারের বাকি সদস্যদেরও স্থানীয় পুলিশের তরফে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিপথের এসপি।
![](https://aajbikel.com/wp-content/uploads/2024/03/ad-728x90-1.png)