নয়াদিল্লি: ভারতীয় কুস্তিগিরদের সংসদ ভবন অভিযানে ধুন্ধুমার কাণ্ড বাঁধে এবং প্রতিবাদী একাধিক কুস্তিগিরকে আটক করা হয়েছিল। যদিও বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটদের রাতেই ছেড়ে দেওয়া হয়। কিন্তু ঘটনা নিয়ে বিতর্ক কিছুতেই থামছে না। এবার আরও বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে তাদের তরফে। পুলিশের বিরুদ্ধেই বড় অভিযোগ কুস্তিগিরদের।
ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে তারা অনেক আগে থেকেই সরব। এই ইস্যুতেই বেশ কয়েক সপ্তাহ হল তাঁদের ধর্না, বিক্ষোভ চলছে। কিন্তু কেন্দ্রীয় সরকার দেশের হয়ে সম্মান এনে দেওয়া এই কুস্তিগিরদের অভিযোগে কর্ণপাত পর্যন্ত করেনি। অভিযুক্ত সাংসদও তাঁর পদে বহাল আছন। এই পরিস্থিতিতেই আটক করা হয়েছিল ধর্নারত কুস্তিগিরদের। তবে থানা থেকে বেরিয়ে ভিনেশ ফোগাট সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, মহিলা কুস্তিগিরদের ‘প্রাইভেট ভিডিয়ো’ বানিয়েছেন থানার এসিপি! তাদের হাতে নাকি ধরাও পড়েন তিনি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”কেন কুড়মিদের হামলার মুখে অভিষেক? কুড়মিদের আন্দোলনকে সমর্থনকারী তৃণমূলকে কেন নিশানা?” width=”853″>
কুস্তিগিরের বক্তব্য, নিরাপত্তার জন্য ভিডিয়ো করা হয় এই দাবি করে একাধিক মহিলা কুস্তিগিরদের ভিডিও বানিয়েছিলেন ওই পুলিশ কর্তা। নিজের ব্যক্তিগত ফোনেই সেই ভিডিও বানাচ্ছিলেন তিনি তবে ধরা পড়ে যান। ভিনেশ এবং সঙ্গীতা ফোগাট জানান, তারাই ওই পুলিশ কর্তাকে দিয়ে সেই ভিডিও ডিলিট করিয়েছেন। কিন্তু ভিডিও ডিলিট করানোর আগে তিনি কাউকে তা পাঠিয়ে দিয়েছেন কিনা তা জানা নেই। তবে এই বিষয়ে তারা আইনজীবীর সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।