জামশেদপুর: টাটার ইস্পাত কারখানায় ভয়ঙ্কর আগুন লাগার ঘটনা ঘটেছে। জামশেদপুরে এই ইস্পাত কারখানায় বিস্ফোরণের পর ভয়াবহ আগুন লাগে। এখনও পর্যন্ত এই অগ্নিকাণ্ডে ৩ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- চলছে সিসিটিভি লাগানোর কাজ, কাশীপুর নিয়ে তৎপরতা তুঙ্গে
জানা গিয়েছে, সকাল প্রায় সাড়ে ১০ টা নাগাদ জামশেদপুরে টাটা ইস্পাত কারখানায় এই আগুন লাগার ঘটনা ঘটে এবং তার আগে বিস্ফোরণ হয়। তারপরেই কোক প্ল্যান্টে আগুন লাগে। বিস্ফোরণের তীব্রতা ভয়ঙ্কর ছিল বলেই জানা গিয়েছে। আগুনে ঝলসে অন্তত ৩ জন শ্রমিক আহত হয়েছে গুরুতর এবং আরও আহতের সংখ্যা বাড়তে পারে বলেই আশঙ্কা। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন আপাত নিয়ন্ত্রণে এসেছে কিন্তু বিরাট আগুন লাগার ঘটনার জন্য কারখানার আশেপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। আরও বড় ধরণের বিপদ হতে পারত বলেই উদ্বেগ বেড়েছে।