লখনউ: লখনউয়ের বিলাসবহুল হোটেলে বিধ্বংসী আগুন৷ গলগল করে বেরচ্ছে কালো ধোঁয়া৷ ভিতরে আটকে পড়েছেন আবাসিকরা৷ অকুস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। জোর কদমে চলছে আগুন নেভানোর কাজ। ভয়াবহ দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে৷ ভিতরে এখনও আটকে পাঁচ৷
আরও পড়ুন- কে ছিলেন সাইরাস মিস্ত্রি? কেন টাটা গোষ্ঠীর সঙ্গে ৭০ বছরের সম্পর্ক ভেঙেছিলেন তিনি?
সোমবার সকালে গোমতি নদীর কাছে লখনউয়ের হজরতগঞ্জ এলাকার ওই বিলাসবহুল হোটেলটিতে আগুন লাগে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলবাহিনীকে। তারা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। তবে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, হোটেলের ভিতরে আটকে রয়েছেন বেশ কয়েকজন। জানলা ভেঙে তাদের বের করে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা।
#WATCH | Uttar Pradesh: Fire breaks out at a hotel in Hazratganj in Lucknow. Efforts underway to evacuate the people in the hotel rooms. Details awaited. pic.twitter.com/gxKy6oYyOO
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) September 5, 2022
সংবাদ সংস্থা এএনআই এই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ করেছে। সেখানে দেখা গিয়েছে, হোটেলের চার পাশ থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে। জানা গিয়েছে, পাঁচ তলা ওই হোটেলের চার তলাতে আগুন লেগে যায়। হোটেলের জানলা ভেঙে ঘরের মধ্যে অচেতন হয়ে পড়া আবাসিকদের পা টেনে বের করতেও দেখা যায় দমকলকর্মীদের।
লখনউয়ের এই হোটেলটি শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এখান থেকে খুব কাছেই রয়েছে সিকন্দর বাগ, ছত্তর মঞ্জিল প্যালেস এবং নবাব ওয়াজেদ আলি শাহ জুলজিকাল গার্ডেন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>