স্পেন থেকে সি-২৯৫ বিমান এল গুজরাতের বরোদায়, শক্তি বাড়ল ভারতীয় বায়ুসেনায়

স্পেন থেকে সি-২৯৫ বিমান এল গুজরাতের বরোদায়, শক্তি বাড়ল ভারতীয় বায়ুসেনায়

C-295

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের জন্য লগ্নি টানতে স্পেনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিকে, আজই স্পেন থেকে ভারতে এসে পৌঁছল সি-২৯৫ বিমান। বায়ুসেনা সূত্রের খবর, বুধবার গুজরাতের বরোদার বায়ুসেনাঘাঁটিতে অবতরণ করে স্পেন থেকে আসা প্রথম বিমানটি৷ গত ১৩ সেপ্টেম্বর স্পেনের বিমান নির্মাতা সংস্থা ‘এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস’ ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী এবং স্পেনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ পট্টনায়েকের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে ভারতীয় বায়পসেনার হাতে প্রথম সি-২৯৫ বিমানটি তুলে দিয়েছিল। বুধবার বরোদায় আনুষ্ঠানিক ভাবে ভারতের মাটিতে অবতরণ করলে এই বিমান৷ সেই সময়ও বায়পসেনা ঘাঁটিতে উপস্থিত ছিলেন এয়ার চিফ মার্শাল চৌধুরী।

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, মাঝারি ক্ষমতাসম্পন্ন সামরিক পরিবহণ বিমান সি-২৯৫ ভারতীয় বায়ুসেনার সদস্য হওয়ার সঙ্গে সঙ্গে লাদাখ, সিকিম কিংবা অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি)-র দুর্গম ঘাঁটিগুলিতে সহজেই অস্ত্র এবং রসদ পৌঁছে দেওয়া সম্ভব হবে। এছাড়া চিনা ফৌজের আগ্রাসনের আশঙ্কা তৈরি হলে, অগ্রবর্তী সেনাঘাঁটিগুলিতে দ্রুত বাড়তি বাহিনী পৌঁছে দেওয়াও সম্ভব হবে। যুদ্ধ ক্ষেত্রে বা সেনা ঘাঁটিতে দায়িত্ব পালন করার সময় কোনও সেনা আহত বা অসুস্থ হয়ে পড়লে তাঁদের ফিরিয়ে আনাও অনেকটাই সহজ হবে৷ প্রয়োজনে আকাশপথে নজরদারিরও চালাতে পারবে সি-২৯৫৷ 

গত সপ্তাহে বায়ুসেনার তরফে জানানো হয়েছিল, স্পেন থেকে আপাতত ১৬টি বিমান আনা হবে। পরবর্তী ধাপে ৪০টি বিমান ওই সংস্থা এবং টাটা গোষ্ঠীর সহযোগিতায় ভারতেই তৈরি করা হবে। মোদীর রাজ্য গুজরাতেই তৈরি হয়েছে বিমান তৈরির কারখানা৷ ভদোদরায় বিমান তৈরির কারখানায় প্লেন বানাবে টাটা ও এয়ারবাস। প্রথমবার ভারতের মাটিতে বিমান বানাবে কোনও বিদেশি বেসরকারি সংস্থা। এই পদক্ষেপকে আত্মনির্ভর ভারত গড়ে তোলার অন্যতম প্রধান উদ্যোগ বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 11 =