এই প্রথম! প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত অটোচালক, সাফাই কর্মীরা

এই প্রথম! প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত অটোচালক, সাফাই কর্মীরা

নয়াদিল্লি:  করোনা আবহে কোভিড বিধি মেনেই দিল্লির রাজপথে অনুষ্ঠিত হল ৭৩তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ৷ তবে প্রথা মাফিক এবার কোনও বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়নি৷ তবে এক অভূতপূর্ব পদক্ষেপে আমন্ত্রিতের তালিকায় জায়গা পেলেন অটোচালক, সাফাইকর্মী, স্যনিটাইজারকর্মী, নির্মাণকর্মী ও ফ্রন্টলাইন ওয়ার্কাররা৷ 

আরও পড়ুন- দৈনিক আক্রান্ত, মৃত্যু বাড়ল দেশে! মোট সংক্রমণ ৪ কোটি পার

দিন কয়েক আগে প্রতিরক্ষা মন্ত্রকের এক বর্ষীয়ান আধিকারিক এই বিষয়টি সকলকে জানান। কিন্তু কেন এই অভিনব পদক্ষেপ?  জানা গিয়েছে, কেন্দ্রের ইচ্ছাতেই তাঁদের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে সামিল করা হয়েছে৷ বলা হয়, যাঁরা কোনও দিনও রাজধানীর রাজপথে প্রজাতন্ত্র দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা দেখার আমন্ত্রণ পাননি, এবার আমন্ত্রণ জানানো হবে তাঁদেরই৷ তবে করোনা কাঁটা এবছর অভ্যাগতের সংখ্যায় প্রচুর কাটছাঁট করা হয়েছে। গত বছর প্রায় ২৫ হাজার অতিথিকে নিয়ে এই অনুষ্ঠান করা হয়েছিল৷ কিন্তু এ বছর ৫ থেকে ৮ হাজার অতিথি আসার কথা৷ 

তবে আমন্ত্রিতের তালিকা প্রস্তুত করার আগে বেশ কয়েকটি নিয়মের উপর জোড় দেওয়া হয়েছে৷ টিকার জোড়া ডোজ নেওয়া ব্যক্তিরাই ডাক পেয়েছেন প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে। পাশাপাশি এনক্লোজারে বসার সময় সকলের মধ্যে ন্যূনতম ৬ ফুটের দূরত্ব রাখার কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়া অনুষ্ঠানে সমস্ত কোভিড বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়৷ অনুষ্ঠান শুরুর আগে সকলের স্ক্রিনিংও করা হয়।

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত৷ দেশের ইতিহাসে ২৬ জানুয়ারির  গুরুত্বও অপরিসীম। ডিসেম্বরে গৃহীত হলেও, এই দিনেই কার্যকর হয়েছিল ভারতের সংবিধান। সেই কারণেই এই দিনেই সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =