নয়াদিল্লি: আবার লাফিয়ে বাড়ছে করোনা। না, ভারত আপাতত এই পরিস্থিতির সম্মুখীন না হলেও, হচ্ছে চিন। আর সেই দেশ থেকে সংক্রমণ কত দ্রুত ছড়াতে পারে তার আন্দাজ এখন সকল ভারতবাসীর আছে। তাই ইতিমধ্যেই বৈঠক করে একাধিক বিষয়ে ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছে কেন্দ্র। ভিড় জায়গায় মাস্ক পরা, সামাজিক দূরত্ব আগের মতো বজায় রাখার মতো বিষয়ে জোর দেওয়া হচ্ছে। কিন্তু আকাশপথে কি চিনের সঙ্গে যোগাযোগ এখন বন্ধ করে দেবে ভারত? এই প্রশ্ন উঠে গিয়েছে। যদিও এখনই তার কোনও ইঙ্গিত মেলেনি।
আরও পড়ুন- দুই মহিলার সঙ্গে ‘ফোন সেক্স’ ইমরানের! ভাইরাল অডিয়ো ক্লিপ, ভুয়ো বলছে দল
সর্বভারতীয় এক সংবাদসংস্থা সূত্রে খবর, কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, চিনের সঙ্গে সরাসরি কোনও বিমান পরিষেবা নেই ভারতের। তবে বিভিন্ন জায়গা থেকে অনেক বিমান চিন হয়েই ভারতে আসে। এখনই সে বিমানগুলি বন্ধ করা হচ্ছে না। কিন্তু পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। আরও জানান হয়েছে, বিমান পরিষেবা বন্ধ হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার কেবল মাত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আছে। তাই আপাতত সেই বিষয়ে তাঁরা কিছু বলতে পারবে না। এক কথায় বলা যায়, বিমান চলাচল এখনই বন্ধ না হলেও সার্বিকভাবে পরিস্থিতির দিকে নজর রেখেই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার।
শেষ যে তথ্য চিন নিয়ে পাওয়া গিয়েছে তা হলে, বিগত কয়েক সপ্তাহে সেদেশে বিপুল হারে বেড়েছে আক্রান্তের সংখ্যা। হাসপাতালেও কোভিড রোগীদের বাড়বাড়ন্ত দেখা গিয়েছে এবং মৃত্যুও হয়েছে একাধিক। তাই ভারত এখনই ব্যবস্থা নিয়ে সতর্কতামূলক প্রচার শুরু করেছে। বিশেষত প্রবীণ ও কো-মর্বিডিটি থাকা ব্যক্তিদের কোভিড বিধি মানা এবং বুস্টার ডোজ নিতে পরামর্শ দিয়েছে কেন্দ্র।