নয়াদিল্লি: করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার সমস্ত ছবি বুক কাঁপিয়ে দিয়েছে সকলের। দেশের মানুষ তো বটেই, বিদেশের রাষ্ট্রনেতারাও শোকে বিহ্বল হয়ে পড়েছেন। এমন করুণ অবস্থা দেখে তারা পাশে থাকার বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কানাডার প্রধানমন্ত্রী থেকে শুরু করে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী, শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী সকলেই টুইট করেছেন ওড়িশার এই ট্রেন দুর্ঘটনা নিয়ে। নিহতদের জন্য শোকজ্ঞাপন করে ভারতের পাশে থাকার বার্তা পৌঁছেছেন তারা।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দুঃখপ্রকাশ করে বলেছেন, ”ওড়িশার ট্রেন দুর্ঘটনার খবর আর ছবিগুলি দেখে মন ভেঙে যাচ্ছে। যাঁরা নিজের পরিজনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সহানুভূতি রইল। এমন পরিস্থিতিতে ভারতের পাশে রয়েছে কানাডা।” এদিকে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং জানিয়েছেন, ”নিহতদের পরিবার এবং আহতদের প্রতি সহানুভূতি রইল। যে কোনও প্রয়োজনে ভারত তাঁদের পাশে পাবে।” একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। অন্যদিকে শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রীও ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সহানুভূতি জানিয়েছেন।
The images and reports of the train crash in Odisha, India break my heart. I’m sending my deepest condolences to those who lost loved ones, and I’m keeping the injured in my thoughts. At this difficult time, Canadians are standing with the people of India.
— Justin Trudeau (@JustinTrudeau) June 3, 2023
রেলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে শনিবার সকাল পর্যন্ত এই দুর্ঘটনায় মারা গিয়েছেন ২৩৮ জন। আহতের সংখ্যা ৬৫০। তবে আপাতত সংখ্যা যাই হোক, পরবর্তী সময়ে যে মৃতের সংখ্যা আরও বাড়বে তা বলাই বাহুল্য কারণ উদ্ধারকাজ এখনও শেষ হয়নি। আশঙ্কা করা হচ্ছে, উদ্ধারকাজ শেষ হলে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে যেতে পারে। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের ২ লক্ষ টাকা এবং অল্প আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।
My deepest condolences to the people of India and @narendramodi @PMOIndia over the tragedy in #Odisha
We share your pain and sincerely wish a speedy recovery to all the victims.
The EU stands ready to provide assistance in any way we can.
— Charles Michel (@CharlesMichel) June 3, 2023
