কলেজিয়ামের সুপারিশে সায়, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান মহিলা বিচারপতি পেতে চলেছে দেশ

কলেজিয়ামের সুপারিশে সায়, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান মহিলা বিচারপতি পেতে চলেছে দেশ

নয়াদিল্লি:  সুপ্রিম কোর্টের কলোজিয়ামের সুপারিশ করা নতুন ৯ জন বিচারপতির নামে শিলমোহর কেন্দ্রের। উল্লেখযোগ্য বিষয় হল, এই তালিকায় রয়েছেন তিনজন মহিলা বিচারপতির নাম। এর ফলে ২০২৭ সালে প্রথম মহিলা বিচারপতি পেতে চলেছে দেশ৷ প্রধান বিচারপতি হতে পারেন এই তালিকায় থাকা বিভি নাগরত্ন।

সুপ্রিম কোর্টে মোট বিচারপতির সংখ্যা ৩৪। এর মধ্যে বর্তমানে ২৪ জন বিচারপতি আসীন রয়েছেন। কলেজিয়ামের সুপারিশ করা এই ৯ বিচারপতি শপথ নিলে সেই সংখ্যা ৩৩-এ পৌঁছবে। ফলে একটি পদ খালি থেকেই যাচ্ছে। তবে মনে করা হচ্ছে বিচারপতি নাগরত্ন ২০২৭ সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে বসতে পারেন। এক মাসের জন্য হলেও তিনি ভারতের প্রথম প্রধান বিচারপতি হতে পারেন নাগরত্ন৷ 

সুপ্রিম কোর্টের কলেজিয়াম যে ৯ জনের নাম তালিকাভুক্ত করেছেন তাঁরা হলেন, কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি অভয় শ্রীনিবাস ওকা, বিচারপতি বিভি নাগরত্ন, গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি বিক্রম নাথ, গুজরাট হাইকোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদী ও আইনজীবী পিএস নরসিমহা। এছাড়ও নাম রয়েছে সিকিমের প্রধান বিচারপতি জিতেন্দ্র কুমার মাহেশ্বরী, তেলেঙ্গনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিমা কোহলি, কেরল হাইকোর্টের বিচারপতি সিটি রবিকুমার, মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি এমএম সুন্দ্রেশের নাম৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − fourteen =