স্বাস্থ্যবিমার টাকা চাই? হাসপাতালে না ভর্তি হলেও চলবে, বলল এই আদালত

স্বাস্থ্যবিমার টাকা চাই? হাসপাতালে না ভর্তি হলেও চলবে, বলল এই আদালত

ভদোদরা: আগে এতটা বেশি চল না থাকলেও বর্তমানে বহু মানুষ স্বাস্থ্যবিমা বা মেডিক্লেম করিয়ে রাখেন। কিন্তু নিয়ম অনুসারে, এই বিমার সুবিধা পাওয়ার জন্য ন্যূনতম ২৪ ঘণ্টা হাসপাতালে ভর্তি হতে হবে আপনাকে। এমনকি ২৪ ঘণ্টা হওয়ার আগেই হাসপাতাল ছেড়ে দিলেও ওই বিমার টাকা মেলে না। এই নিয়মের বদল ঘটনার ক্ষেত্রে হয়তো এবার প্রথম পদক্ষেপ নেওয়া হল। আর তা নিল গুজরাটের ভদোদারার এক ক্রেতা সুরক্ষা আদালত। জানান হয়েছে, স্বাস্থ্যবিমার টাকা পাওয়ার জন্য হাসপাতালে ভর্তি হওয়া বাধ্যতামূলক নয়। 

আরও পড়ুন- গুমোট গরম কাটবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে, ৫০ কিমি বেগে ঝড়ো হাওয়ার পূর্বাভাস

স্বাস্থ্যবিমার টাকা পেতে এক ব্যক্তি ভদোদারার ক্রেতা সুরক্ষা আদালতে মামলা করেছিল। ব্যক্তির দাবি ছিল, মেডিক্লেম বাবদ ৪৪ হাজার ৪৬৮ টাকা তিনি নির্দিষ্ট সেই হাসপাতাল থেকে পাবেন কিন্তু তারা দিচ্ছে না। আদালতে ওই হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, ব্যক্তি স্বাস্থ্যবিমার টাকা পাওয়ার যে শর্ত তা মানেননি। তাই তাঁকে টাকা দেওয়া সম্ভব নয়। যদিও সেই দাবি খারিজ করে দিয়ে আদালত হাসপাতালকে স্বাস্থ্যবিমার টাকা ফেরত দিতে বলেছে। কিন্তু ঠিক কোন যুক্তি দেখিয়ে গুজরাটের এই ক্রেতা সুরক্ষা আদালত এই রায় দিল? কী বলছে আদালত?