নয়াদিল্লি: করোনা ত্রাস ছাপিয়ে বিগত কয়েকদিন ধরে আতঙ্ক সৃষ্টি করে রেখেছে অ্যাডিনোভাইরাস। বিভিন্ন রাজ্যে শিশুদের মধ্যে সংক্রমণের ঘটনা দিনদিন বাড়ছে। এই নিয়ে চিকিৎসক মহলও চিন্তিত। কিন্তু করোনা, অ্যাডিনোকেও যেন ছাপিয়ে যাচ্ছে অন্য একটি ভাইরাস। তা হল H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইতিমধ্যে দেশের কমপক্ষে ৩ জনের এই ভাইরাসে মৃত্যু হয়েছে বলে খবর মিলছে। স্বাভাবিকভাবেই তাই আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
আরও পড়ুন- কুন্তল-পত্নী জয়শ্রীকে সিজিও কমপ্লেক্সে তলব, সম্পত্তি নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু ইডি-র
কিছুদিন আগে খবর এসেছিল যে, হরিয়ানা ও কর্নাটকে এই ভাইরাসের কারণে ২ জনের মৃত্যু হয়েছিল। এবার জানা গেল, মহারাষ্ট্রে এক যুবক এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। ময়নাতদন্তের পর তার রক্তে H3N2 ভাইরাসের উপস্থিতির কথা জানা গিয়েছে। পাশাপাশি এও খবর যে সে কোভিডেও আক্রান্ত ছিল। তবে এক্ষেত্রে তার শরীরে H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রভাব বেশি ছিল বলেই দাবি করা হচ্ছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ বা আইসিএমআর কয়েকদিন আগেই জানিয়েছিল যে, দেশের কয়েকটি রাজ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের H3N2 প্রজাতি ছড়িয়েছে। তাই এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”অ্যাডিনো রুখতে নয়া বার্তা মুখ্যমন্ত্রীর! CM Mamata’s assurance to citizens over adeno cases” width=”835″>
এই ভাইরাসের মূল উপসর্গ, জ্বর, সর্দি-কাশি। তাছাড়া গলাব্যথা ও মাথাব্যথাও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার অন্যতম লক্ষণ। বিশেষজ্ঞদের মতে, ইনফ্লুয়েঞ্জার এই প্রজাতিটি সবচেয়ে বেশি ছোঁয়াচে ও বিপজ্জনক। আর এতে আক্রান্ত হয়ে কারোর কাশি হলে তা সারতে কমপক্ষে ১৫-১৮ দিন লেগে যায়। তবে তা যে পুরোপুরি সারে এমনটাও নয়। তাই এখন থেকে অত্যন্ত সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পুরনো কোভিড বিধি কার্যত অনুসরণ করতে বলছেন তারা।
