দৈনিক আক্রান্ত প্রায় সাড়ে ১৩ হাজার, সঙ্গে রেকর্ড মৃত্যু, জরুরি বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

দৈনিক আক্রান্ত প্রায় সাড়ে ১৩ হাজার, সঙ্গে রেকর্ড মৃত্যু, জরুরি বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

নয়াদিল্লি: চতুর্থ ঢেউয়ের আশঙ্কাকে সত্যি প্রমাণিত করে দেশে প্রায় প্রতিদিনই কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। ইতিমধ্যেই দেশজুড়ে উদ্বেগজনক হারে বেড়েছে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা, সঙ্গে অ্যাক্টিভ কেস এবং পজিটিভিটি রেট। এমতাবস্থায় বৃহস্পতিবার দেশে রেকর্ড হারে বাড়ল করোনার দৈনিক মৃত্যুও। বৃহস্পতিবার সকালে প্রকাশিত কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, এদিন দেশে ফের করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা ১৩ হাজারের গণ্ডি পার করেছে। হিসেব বলছে গত একদিনে দেশজুড়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন। অন্যদিকে, গত একদিনে দেশজুড়ে করোনার দৈনিক মৃত্যুর সংখ্যাও রেকর্ড গড়েছে। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী মাত্র একদিনের মধ্যেই দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৮ জনের। মৃত এই ৩৮ জনের মধ্যে ২০ জন কেরলের বাসিন্দা, তিনজন মহারাষ্ট্রের বাসিন্দা, চারজন উত্তরপ্রদেশের বাসিন্দা, তিনজন রাজধানী দিল্লির বাসিন্দা, দুজন বাংলার বাসিন্দা, দুজন পাঞ্জাবের বাসিন্দা এবং একজন করে মৃত্যু হয়েছে জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, হারিয়ানা এবং মিজোরামে।

আক্রান্তের সংখ্যার নিরিখে এদিনও প্রথম স্থানে অবস্থান করছে দক্ষিণের রাজ্য কেরল। কেরলে গত একদিনে নতুন করে ৪২২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যদিকে ৩২৬০ জন দৈনিক আক্রান্তের সংখ্যা নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে মহারাষ্ট্র। তবে তৃতীয় স্থানে রাজধানী দিল্লি অবস্থান করলেও এদিন কিন্তু দিল্লিতে আক্রান্তের সংখ্যা হাজারের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯২৮ জন। এছাড়াও উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, গুজরাট, হরিয়ানা, তেলেঙ্গানা, পঞ্জাব, বাংলার মতো একাধিক রাজ্যে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা রীতিমতো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে বলে খবর। এর সঙ্গেই জানা যাচ্ছে, বৃহস্পতিবার ফের দেশের পজিটিভিটি রেট বেড়ে  ৩ শতাংশ হয়েছে। কমেছে সুস্থতার হার। কেন্দ্রের হিসাব অনুযায়ী গত একদিনে দেশে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন মাত্র ১০ হাজার ৯৭২ জন। সেখানে ২৪ ঘন্টায় আরও ২৩০৩ জন বেড়ে দেশে করোনার মোট আক্টিভ কেস বেড়ে হয়েছে ৮৩ হাজার ৯৯০।

  এর সঙ্গেই জানা যাচ্ছে দেশজুড়ে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার ফের নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে যে, এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডব্য বৃহস্পতিবারের একটি জরুরি বৈঠক ডেকেছেন। তবে এদিনের এই বৈঠক ভার্চুয়াল বৈঠক নয়, সূত্রের খবর অনুযায়ী এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রকের সমস্ত উচ্চপদস্থ কর্তাদের সশরীরে বৈঠকে হাজির থাকার নির্দেশ দিয়েছেন। এই খবর বৃহস্পতিবার সকালে প্রকাশ্যে আসতেই ফের মাথাচাড়া দিয়েছে একগুচ্ছ প্রশ্ন। অনেকেরই মত এই বৈঠক শেষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে করোনা রুখতে দেশবাসীর উদ্দেশ্যে ফের একগুচ্ছ নির্দেশিকা জারি করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 4 =