ঠিক এভাবেই খরস্রোতা নদী পেরচ্ছেন স্বাস্থ্যকর্মীরা!

ঠিক এভাবেই খরস্রোতা নদী পেরচ্ছেন স্বাস্থ্যকর্মীরা!

লাদাখ: করোনার প্রথম দিন থেকে স্বাস্থ্যকর্মীদের দিনরাত এক করে রোগীদের সেবায় নিযুক্ত থাকার জন্য কুর্ণিশ জানিয়েছে গোটা দেশ৷ এবার লাদাখে কোভিড যোদ্ধাদের খরস্রোতা নদী পারাপারের ছবি দেখে মুগ্ধ দেশবাসী। টুইটারে প্রকাশিত ওই ছবিতে দেখা যাচ্ছে, স্বাস্থ্যকর্মীরা খননকাজে ব্যবহৃত যন্ত্রের সাহায্য লাদাখ নদী পার হচ্ছেন।এই ছবিতে কোভিড যোদ্ধাদের লড়াকু মনোভাব পরিষ্কার ফুটে উঠেছে ৷

ছবিটি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন লাদাখের সাংসদ জামাং সেরিং নামগাল। ছবিটিতে দেখা যাচ্ছে, চারজন স্বাস্থ্যকর্মী আর্থ মুভার যন্ত্র, অর্থাৎ যেটি মূলত নির্মাণকাজে ব্যবহৃত হয়, তার সামনে বসে রয়েছেন। এর মধ্যে দু’জন পিপিই পরে রয়েছেন৷ পাথুরে নদীর তীব্র খরস্রোতা বয়ে চলা জলের ওপর দিয়ে ওই যন্ত্রের সাহায্যেই নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে চলেছেন তাঁরা। অনেক সময়ই মুখে কিছু না বলেও ছবিতে বুঝিয়ে দেওয়া যায় অনেক কিছু৷ এই ছবিটি যেন সেই কাজই করেছে৷ টুইটারে ছবি পোস্ট করার পাশাপাশি বিজেপির সাংসদ লিখেছেন, ‘কোভিড যোদ্ধাদের একটি দল প্রত্যন্ত লাদাখে পরিষেবা দিতে যাওয়ার জন্য খরস্রোতা নদী পার হচ্ছেন৷ কোভিড যোদ্ধাদের স্যালুট। বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন ও কোভিড যোদ্ধাদের কাজে সহযোগিতা করুন।’

লাদাখের এই ছবিই বুঝিয়ে দিচ্ছে, নিজেদের কাজের প্রতি স্বাস্থ্যকর্মীদের একগ্রতার কথা৷ এমন ছবি যে ভাইরাল হতে বেশি সময় ‌লাগেনি৷ অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই সম্মুখযোদ্ধাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। ছবিটিতে কয়েক ঘণ্টার মধ্যেই ৭ হাজার ৭০০ বারের বেশি লাইক পড়েছে এবং রিটুইট হয়েছে এক হাজারের বেশিবার। অনেক টুইটার ব্যবহারকারী দেশজুড়ে স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন। কেউ লিখেছেন, এই চারজনকে অতি অবশ্যই চিহ্নিত করা উচিত এবং ওই এলাকার উন্নয়ন করা দরকার৷ অনেকে আবার সেখানে একটা সেতু নির্মাণের প্রয়োজনীয়তার কথা বলেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + eight =