নয়াদিল্লি: দীর্ঘ চার মাস পর সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ (মহার্ঘ ভাতা) মামলা৷ কিন্তু, সোমবার সুপ্রিম কোর্টে শুনানি হল না। ডিএ মামলার শুনানি স্থগিত হয়ে গেল৷ পরে নতুন করে শুনানির তারিখ দেবে শীর্ষ আদালত।
২০২২ সালে ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথম বার ওঠে ডিএ মামলা। গত বছর ১ ডিসেম্বর মামলাটির শেষ বার শুনানি হয়েছিল। ওই বছর নভেম্বরের ৩ তারিখ সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আরও বিস্তারিত শুনানি প্রয়োজন। তার পরে সময়ের অভাবে মামলাটির আর শুনানি হয়ে ওঠেনি। ডিএ মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের একাংশ মনে করছেন, বর্তমানে মামলাটি যে অবস্থায় রয়েছে, তাতে এখনই তার নিষ্পত্তি হওয়ার সম্ভবনা খুবই কম। আরও সময় লাগতে পারে।