মৃত্যুর পথযাত্রী মুসলিম রোগীর কানে কলমা পড়ে শোনালেন হিন্দু চিকিৎসক!

মৃত্যুর পথযাত্রী মুসলিম রোগীর কানে কলমা পড়ে শোনালেন হিন্দু চিকিৎসক!

 
কেরল: ধর্মীয় হানাহানির খবর বারবার সংবাদ শিরোনামে থাকলে ও ভারতের সর্বধর্ম সমম্বয়ের ঐতিহ্য যে এখনও বর্তমান তা আরও একবার প্রমাণ করলেন এক চিকিৎসক৷ কেরলের চিকিৎসক রেখা কৃষ্ণা মৃত্যু পথযাত্রী এক মুসলিম করোনা রোগীর কানে কলমা পড়ে শোনালেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে কেরলের পলাক্করের পতম্বির সেবানা হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে এক মুসলমান মহিলা করোনা সংক্রমণ নিয়ে ভর্তি হন। ওই হাসপাতালেরই চিকিৎসক রেখা কৃষ্ণা ওই মহিলার চিকিৎসা করছিলেন। করোনা আক্রান্ত মহিলা আইসিইউতে ভর্তি ছিলেন৷ ক্রমেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে৷ একসময় চিকিৎসক বুঝতে পারেন দিন শেষ, ওই করোনা রোগীকে কোনওভাবেই আর সুস্থ করে তোলা সম্ভব নয়।

রোগীর আত্মীয় পরিজনদের সেকথা জানিয়েও দেন তিনি। করোনা আক্রান্ত হওয়ায় ওই মহিলার সঙ্গে পরিবারের কাউকে দেখা করতে দেওয়া হচ্ছিল না৷ রোগী দেখতে গিয়ে একদিন রেখা বুঝতে পারেন রোগীর নাড়ির স্পন্দন ক্রমশ কমছে৷ ঠিকমতো শ্বাস নিতেও পারছেন না। সেই সময় রোগীর কানের কাছে গিয়ে নিজে থেকেই আস্তে আস্তে কলমা পড়তে শুরু করেন রেখা কৃষ্ণা। কলমা পড়ামাত্রই রোগী গভীর শ্বাস নেন এবং তারপরই মৃত্যুর কোলে ঢোলে পড়েন৷ রেখা বলেন, “আমার দুবাইতে বড় হয়েছি। তাই ইসলাম ধর্ম সম্পর্কে আমি অল্পবিস্তর জানি।” সে কারণেই মৃত্যু পথযাত্রী করোনা রোগীর কানে কলমা পড়ে শুনিয়েছিলেন চিকিৎসক।

করোনার দ্বিতীয় ইনিংসের ঝোড়ো ব্যাটিংয়ে বিপর্যস্ত দেশ। এই রোগের সংক্রমণ থেকে বাঁচতে আক্রান্তদের পরিবারের থেকে দূরে থাকতে হচ্ছে। কিছুদিনের জন্য হলেও পরিজনদের সঙ্গে শারীরিক দূরত্ব তৈরি হচ্ছে। মৃত্যু পথযাত্রীর সঙ্গেও শেষ দেখা করার সুযোগ পাচ্ছেন না পরিবারের লোকেরা। এই সময় রোগীদের কাছে চিকিৎসকরাই একমাত্র ভরসা। মৃত্যুর দুয়ারে দাঁড়ানো এই  মুসলিম মহিলার শেষ মুহূর্তে ধর্মের ভেদাভেদ ভুলে হিন্দু চিকিৎসকের এহেন কাজ যথেষ্ট তারিফ কুড়িয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + nineteen =