তাজমহল তৈরি করেননি শাহজাহান! হাইকোর্টে গেল হিন্দু সেনা

তাজমহল তৈরি করেননি শাহজাহান! হাইকোর্টে গেল হিন্দু সেনা

hindu sena

নয়াদিল্লি: তাজমহল কে তৈরি করেছেন? যাকেই জিজ্ঞাসা করা হোক, উত্তর আসবে শাহজাহান। কার জন্য? না, মমতাজ। কিন্তু এমনটা মানে না হিন্দু সেনা! তাদের বক্তব্য, এই তথ্য ভুল। মুঘল সম্রাট শাহজাহান নাকি তাজমহল তৈরি করেননি। শুধু দাবি করে ক্ষান্ত থাকেনি তারা। এই ইস্যুতে দিল্লি হাইকোর্টে মামলাও করা হয়েছে। শাহজাহান যদি তাজমহল না বানিয়ে থাকেন তাহলে বানালো কে? এই উত্তরও আছে হিন্দু সেনার কাছে। 

দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে হিন্দু সেনার সভাপতি সুরজিৎ সিং যাদব দাবি করেছেন, তাজমহল রাজা মান সিংয়ের প্রাসাদ ছিল। পরে মুঘল সম্রাট শাহজাহান এটি সংস্কার করেছেন। তাই তিনি চান, ইতিহাস বইগুলি থেকে এই তথ্য বদলে দিতে। হিন্দু সেনার বক্তব্য, স্কুল ও কলেজের ইতিহাসের বইয়ে তাজমহল সম্পর্কিত যে তথ্য আছে তা ঠিক নয়। তাজমহল শাহজাহান বানাননি, এতদিন ধরে পড়ুয়ারা ভুল ইতিহাস জেনে আসছে। তাই ইতিহাসের বইগুলি সংশোধন করার আর্জি জানিয়েছেন মামলাকারী। তাঁর আরও দাবি, রাজা মান সিংয়ের প্রাসাদ ভেঙে একই জায়গায় নতুন করে তাজমহল নির্মাণ করা হয়েছিল, এমন কোনও ঐতিহাসিক প্রমাণও নাকি নেই। 

এই ইস্যুতে মামলাকারী যে শুধু মৌখিক দাবি করেছেন এমনটা নয়। তিনি কার্যত তারিখ এবং সময়কাল উল্লেখ করে তাজমহলের ইতিহাস ব্যক্ত করতে চেয়েছেন। মামলাকারীর দাবি, ১৬৩২ সাল থেকে ১৬৩৮ সাল পর্যন্ত শাহজাহান ওই প্রাসাদ সংস্কার করেছিলেন মাত্র। আবদুলের লেখা পাদশাহনামা নামের একটি বইয়ে উল্লিখিত তথ্য থেকে এই বিষয়টি জানা গিয়েছে। এমনকি তিনি এও বলেছেন, তাজমহল তৈরিতে যে ১৭ বছর সময় লেগেছে বলা হয় সেই তথ্যটিও ভুল। এই প্রেক্ষিতে তিনি রাজা মান সিংয়ের প্রাসাদের অস্তিত্ব সহ তাজমহলের বয়স সম্পর্কে তদন্ত করার জন্য এএসআইকে নির্দেশ দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − five =