‘অনুপ্রবেশকারীদের’ উচ্ছেদ নিয়ে উত্তাল অসম! পুলিশের গুলি, মৃত্যু…

‘অনুপ্রবেশকারীদের’ উচ্ছেদ নিয়ে উত্তাল অসম! পুলিশের গুলি, মৃত্যু…

দরং: বেআইনি দখলদারদারীদের উচ্ছেদকে কেন্দ্র করে রণক্ষেত্র অসম। রাজ্যের দরং জেলার ঢলপুরের গরুখুঁটিতে উচ্ছেদ অভিযান চালাচ্ছিল পুলিশ। সেখানেই স্থানীয়দের সঙ্গে তাঁদের বচসা বাঁধে। কয়েক মুহূর্তের মধ্যেই উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। পরিস্থিতি এমন পর্যায়ে পোঁছয়ে যে গুলি চালাতে হয় পুলিশকে। তাঁদের গুলিতে ইতিমধ্যেই দুজনের মৃত্যু হয়েছে বলে খবর। সংঘর্ষের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। 

আরও পড়ুন- ডেঙ্গু-ম্যালেরিয়া নিয়ে সতর্ক প্রশাসন, বেশকিছু পদক্ষেপের নির্দেশ

গোটা ঘটনায় পুলিশ জানাচ্ছে, তাঁদের কাজে বাধা দিচ্ছিল দখলদাররা। তাদের ওপর ইট ছোড়া হচ্ছিল। পরিস্থিতি সামাল দিতেই এবং আত্মরক্ষার জন্যই তারা গুলি চালায়। এমনকি ইটের আঘাতে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছে বলেও জানা গিয়েছে। যদিও এখনও এটা জানা যায়নি যে, যাদের মৃত্যু হয়েছে তারা আদতে বাংলাদেশি অনুপ্রবেশকারী কিনা। যদিও পুলিশ দাবি, ওই এলাকায় বসবাস করছে অনুপ্রবেশকারীরাই। এদের মধ্যে অনেকেই বাংলাদেশ থেকে অবৈধ ভাবে প্রবেশ করেছে। উল্লেখ্য, এই অঞ্চলে যারা বসবাস করছেন তারা মূলত সংখ্যালঘু। সম্প্রতি, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছিলেন, চর অঞ্চলগুলিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করার এই অভিযান চলবে। 

আরও পড়ুন- ভাগ্যের খেলা, মুখ্যমন্ত্রী হব তো ভবানীপুর থেকেই: মমতা

এদিকে, যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা গিয়েছে, গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকা এক ব্যক্তির উপর ছুটে এসে লাথি মারছে এক ব্যক্তি, তার গলায় ঝুলছে ক্যামেরা। দেখে মনে হচ্ছে সে চিত্র সাংবাদিক। পাশে দাঁড়ানো পুলিশরাও ওই গুলিবিদ্ধ ব্যক্তির উপর লাঠিচার্জ করছে। কয়েক জন পুলিশ ওই চিত্র সাংবাদিককে টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু সে গুলিবিদ্ধ ব্যক্তিকে লাথি, ঘুসি মেরেই চলেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − two =