নয়াদিল্লি: মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং অন্যান্য পণ্যের ওপর জিএসটি বসানোর প্রতিবাদে রাজধানীতে তুমুল বিক্ষোভ আন্দোলন শুরু করেছে কংগ্রেস। সেই প্রেক্ষিতেই এদিন প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও এবং রাইসিনা অভিযানে নামে তাঁরা। কিন্তু প্রথমেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে কংগ্রেস নেতা, কর্মীরা। রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে পদযাত্রার সময় আটক হন রাহুল গান্ধী-সহ একাধিক কংগ্রেস নেতা। ওদিকে রাস্তায় বসে বিক্ষোভ করতে দেখা যায় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে। সব মিলিয়ে রাজধানী দিল্লিতে ধুন্ধুমার পরিস্থিতি।
আরও পড়ুন- রাশিয়ার বর, ইউক্রেনের কনের বিয়ের আসর ভারতে, হিন্দু রীতি মেনে কার্যসিদ্ধি
আগে থেকেই বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। লাগাতার বিরোধী নেতাদের ইডি, সিবিআই তলবের ঘটনায় বিজেপি সরকারকেই দুষেছে তাঁরা। দাবি করা হচ্ছে, বিরোধীদের আওয়াজ বন্ধ রাখতে কেন্দ্রীয় সরকার এমনটা করছে। তার জন্যই দেশ জুড়ে বিক্ষোভ আন্দোলনে নেমে পড়েছে কংগ্রেস। এদিনও কর্মসূচি অনুযায়ী প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও উদ্দেশ্য ছিল তাঁদের। সেই মিছিল চলাকালীন কংগ্রেস সাংসদদের কয়েক জনকে টেনেহিঁচড়ে ভ্যানে তোলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। বহু কংগ্রেস নেতা-কর্মী আটক হন। প্রসঙ্গত, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখাতে কংগ্রেস সাংসদরা সকলেই কালো পোশাক পরে এসেছিলেন।
ন্যাশনাল হেরান্ড মামলায় আর্থিক তছরূপের অভিযোগে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ইতিমধ্যেই বেশ কয়েক বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সেই নিয়েও বিক্ষোভ দেখিয়েছিল কংগ্রেস নেতা-কর্মীরা। তখনও পুলিশের বিরুদ্ধে তাঁদের ওপর চড়াও হওয়ার অভিযোগ তোলা হয়। একই ভাবে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয় রাজধানী দিল্লিতে।
