দিল্লি: নাগাড়ে বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে বাংলা?ভয়ংকর বন্যায় ভাসছে কোন কোন জেলা?কোথায় কোথায় বন্যা সতর্কতা জারি?দক্ষিণবঙ্গের রিস্ক বাড়ছে। কতদিন চলবে দুর্যোগ, বাংলার কপালে কোন ফাঁড়া?
বর্ষার শুরুতেই এ কোন সর্বনাশ? উদ্বেগ বাড়ছে। উৎকন্ঠায় প্রতিটা মুহূর্ত কাটাচ্ছে বাংলার মানুষ। বর্ষা আর ঘূর্ণাবর্তের ডবল ডোজে জেলায় জেলায় টানা বৃষ্টি। কোথায় কোথায় রেড অ্যালার্ট জারি?
বৃহস্পতিবার চারটে জেলা উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কয়েকটি অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস। ওই চারটে জেলায় হলুদ সতর্কতা জারি। বাকি কোনও জেলায় সতর্কতা জারি করা হয়নি। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। নেক্সট শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলায় মানে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আপাতত কোনও জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি। ভারী বৃষ্টি হবে বলে জানানোও হয়নি। ।
কিন্তু, লাগাতার বৃষ্টিতে অলরেডি দক্ষিণবঙ্গের জনজীবন বিপর্যস্ত। এদিকে, উত্তরের পরিস্থিতিও ভালো নয়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বিহার ও পাশের একটি এলাকায় রয়েছে ঘূর্ণাবর্ত। একটি অক্ষরেখা উত্তর পশ্চিম বিহার থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঝাড়খণ্ড ও তার আশপাশের এলাকার উপরে থাকা একটি ঘূর্ণাবর্ত সরে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর আসায় উত্তরবঙ্গেও ভারী বর্ষণ হচ্ছে। তবে শুধু বাংলা নয়, দুর্যোগ থেকে এখনই নিস্তার নেই, বাংলা সহ একাধিক রাজ্যের।
নির্ধারিত সময়ের ছ’দিন আগেই দেশের প্রতিটি প্রান্তে বর্ষা ঢোকার পরেই একাধিক রাজ্যের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পঞ্জাব, উত্তরাখণ্ড এবং পূর্ব রাজস্থানে কমলা সতর্কতা জারি করা হয়েছে IMD-র পক্ষ থেকে। ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মহারাষ্ট্র এবং মধ্য প্রদেশে। লাল সতর্কতা জারি গুজরাটে। পশ্চিম ভারতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সুরাট, নভসরি এবং ভালসাডে। দক্ষিণ গুজরাটের পাশাপাশি ঝড়বৃষ্টির পূর্বাভাস জামনগর, পোরবন্দর, জুনাগড়, দ্বারকা এবং কচ্ছেও।
এবার জানিয়ে রাখি কেমন থাকবে আগামী পাঁচদিনের আবহাওয়া। আগামী পাঁচদিন উত্তর পশ্চিম এবং মধ্য ভারতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে জম্মু ও কাশ্মীর, লাদাখ-গিলগিট-বালটিস্তান-মুজফফরাবাদে। ৪ থেকে ৭ জুলাইয়ের মধ্যে হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশ এবং পূর্ব রাজস্থানে ভারী বর্ষণের সম্ভবনা। আবহাওয়ার কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই পশ্চিম রাজস্থান, মধ্য প্রদেশ এবং ছত্তিশগড়ে। জুলাইয়ের ৭ তারিখ পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে উত্তরাখণ্ডে। উত্তর প্রদেশে ৬ এবং ৭ জুলাই বৃষ্টিপাত হবে। আগামী পাঁচদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে উত্তর পূর্ব ভারত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
৭ জুলাই পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায়। ৪ ও ৫ তারিখ আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, ৬ ও ৭ জুলাই ওডিশায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কেরালা, লাক্ষাদ্বীপ, উপকূলীয় কর্নাটক, কঙ্কন, গোয়া এবং গুজরাটে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মধ্য মহারাষ্ট্র, উপকূলীয় অন্ধ্র প্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, পুদুচেরী এবং তেলঙ্গানায়।