‘নতুন উদ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে’, লালকেল্লা থেকে বার্তা মোদীর

‘নতুন উদ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে’, লালকেল্লা থেকে বার্তা মোদীর

নয়াদিল্লি:  স্বাধীনতা দিবস উপলক্ষে সকল দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে জাতির উদ্দেশে ভাষণ শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ নতুন উদ্যম, নতুন সংকল্পে এগিয়ে যাওয়ার বার্তা দেন তিনি৷ প্রধানমন্ত্রী বলেন, অনেক চরাই উতরাই পেরিয়ে এবার নতুন দিশার পথে ভারত৷ নতুন উদ্যমে এবার এগিয়ে যাওয়ার সময় এসেছে৷ বাপু, নেতাজি সুভাষচন্দ্র বসু, বাবাসাহেব আম্বেদকর, বীর সাভারকরের প্রতি কৃতজ্ঞ দেশবাসী৷ অনেক সংঘর্ষের মধ্যে দিয়ে স্বাধীনতা প্রাপ্ত হয়েছে৷ বহু মানুষ তাঁদের জীবন উৎসর্গ করেছেন৷ দেশের সেই সকল মহাপুরুষদের প্রতি কৃতজ্ঞ জানানোর সময় আজ৷ 

আরও পড়ুন- লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী, স্বদেশী কামান ২১ বার তোপধ্বনী

প্রধানমন্ত্রী আরও বলেন, ভগৎ সিং, মঙ্গল পাণ্ডে, তাতিয়া টোপি, রাজ গুরু, চন্দ্রশেখর আজাদ, রামপ্রসাদ বিসমালের মতো অগণিত ক্রান্তিবীর ইংরেজ জমানার ভিত কাঁপিয়ে দিয়েছিল৷  রানী লক্ষ্মীবাই থেকে দুর্গাভাবী দেখিয়ে দিয়েছিলেন ভারতের নারী শক্তির সংকল্পকে৷ ভারতীয় নারী কতটা ত্যাগ স্বীকার করতে পারে সেটা বুঝিয়ে দিয়েছিলেন৷ জাতির উদ্দেশে ভাষণে জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লাল বাহাদুর শাস্ত্রীদের অবদানের কথাও তুলে ধরেন মোদী।  প্রধানমন্ত্রী বলেন, ভারত গণতন্ত্রের জননী৷ ৭৫ বছর ধরে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে দেশ৷