‘আগামী ২৫ বছর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’ নতুন সংকল্প প্রধানমন্ত্রীর

‘আগামী ২৫ বছর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ’ নতুন সংকল্প প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি:  স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কড়া নিরাপত্তাবলয়ে ঘিরে ফেলা হয়েছে লালকেল্লা। এদিন প্রথমেই দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে ভাষণ শুরু করেন নমো৷ তিনি বলেন, আগামী ২৫ বছর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথাও কোনও দাসত্ব থাকলে তার অবসান ঘটাতে হবে। আমাদের উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের উপর গর্ব করতে হবে। আমাদের এক এবং অভিন্ন হয়ে থাকতে হবে। আগামী ২৫ বছরের জন্য প্রাণশক্তি চাই৷ 

আরও পড়ুন- ‘নতুন উদ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে’, লালকেল্লা থেকে বার্তা মোদীর

তিনি বলেন, অনেক বাধা সত্ত্বেও এগোচ্ছে ভারত। অনেকে মনে করতেন, ভারতের বিভিন্নতাই দেশের দুর্বলতা। কিন্তু দেশের এই বিভিন্নতা ভারতের সবচেয়ে বড় শক্তি।  আগামী ২৫ বছরের জন্য পঞ্চ সংকল্প নেন প্রধানমন্ত্রী। এক, সকলকে শিক্ষিত করতে হবে। দুই, দাসত্বের সমস্তরকম ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। তিন, আমাদের ঐতিহ্যকে নিয়ে গর্বিত হতে হবে। চতুর্থ, ঐক্য। পঞ্চম, নাগরিক কর্তব্য। 

এদিন দেশের যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘‘দেশের সর্বত্র শিক্ষাকে ছড়িয়ে দিতে হবে। প্রতিটা দেশবাসী যেন শিক্ষিত হয়ে উঠতে পারে। তবেই বিকশের পথে পা বাড়াবে ভারত৷ দেশে কোনও দাসত্ব থাকবে না। দেশের ঐতিহ্যের জন্য সকলকে গর্বিত হতে হবে৷ 

তিনি আরও বলেন, সংকল্প হিসেবে এই ঐতিহ্যকে রক্ষা করতে হবে৷ বিভেদ ভুলে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার বার্তাও দেন প্রধানমন্ত্রী। তাৎপর্যপূর্ণ ভাবে, এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে বক্তৃতা শুরু করার সময় প্রধানমন্ত্রী বলেন, “বৈচিত্রের দেশ ভারত। সেই বিভেদের মধ্যেই দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার সংকল্প নিতে হবে৷’’