সংঘর্ষ বিরতিতে রাজি ভারত-পাকিস্তান: ট্রাম্প

India and Pakistan agree to ceasefire ওয়াশিংটন: এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতির ফলে ভারত ও পাকিস্তান অবশেষে পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই কথা ঘোষণা  করেন…

India and Pakistan agree to ceasefire

India and Pakistan agree to ceasefire

ওয়াশিংটন: এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতির ফলে ভারত ও পাকিস্তান অবশেষে পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই কথা ঘোষণা  করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন।

বুদ্ধিমত্তার দৃষ্টান্ত

হোয়াইট হাউসের তরফে এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “ভারত ও পাকিস্তান বুদ্ধিমত্তা ও সংযমের দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা সংঘাত নয়, শান্তির পথ বেছে নিয়েছে—এটাই সত্যিকারের নেতৃত্বের পরিচয়।”

এই যুদ্ধবিরতি এসেছে এমন এক সময়ে, যখন দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশ সামরিক উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ভারত ‘অপারেশন সিঁদুর’-চালিয়ে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেয়৷ যার ফলে ১০০-র বেশি জঙ্গি নিহত হয়, যাদের মধ্যে জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তইবার শীর্ষ নেতারাও ছিলেন।

উচ্চপর্যায়ের বৈঠক India and Pakistan agree to ceasefire

জবাবে পাকিস্তানও সামরিক প্রতিক্রিয়া জানায়, যার ফলে উভয়পক্ষেই বেসামরিক প্রাণহানির ঘটনা ঘটে।

এই প্রেক্ষাপটে আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিকবার বৈঠক করেন। বৈঠকে অংশ নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, অর্থমন্ত্রী ইসহাক ডার ও এনএসএ আসিম মালিক।

যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাকিস্তান

মার্কিন বিদেশমন্ত্রী রুবিও বলেন, “এই সিদ্ধান্ত দুই দেশের রাষ্ট্রনায়কদের বিচক্ষণতা, পরিপক্বতা এবং কূটনৈতিক দূরদর্শিতার প্রতিফলন।”

পাকিস্তানের অর্থমন্ত্রী ইসাক দার যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় পাকিস্তান অঙ্গীকারবদ্ধ, তবে সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নেও আপসহীন।”

আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতি চুক্তিকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে, যদিও পর্যবেক্ষকরা বলছেন—এটি সাফল্যের প্রথম ধাপ মাত্র। প্রকৃত শান্তির জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি সংলাপ এবং আস্থা পুনঃস্থাপন।

National: India and Pakistan agree to full ceasefire brokered by US President Trump after high tensions and Operation Sindoor. Leaders hail peace effort, emphasizing diplomacy