বিশ্বে প্রথম পরমাণু ড্রোনযুদ্ধ! ভারত কি তবে ড্রোনাচার্য?

India Drone Strikes Pakistan দৃশ্যটা যেন আধুনিক যুদ্ধের নতুন সংজ্ঞা লিখছে—নীরব, নিখুঁত, নজরে না-পড়া এক অস্ত্র মাঝ আকাশে ভেসে এসে ধসে দিচ্ছে সন্ত্রাসের ঘাঁটি। শত্রুপক্ষ…

India Drone Strikes Pakistan

India Drone Strikes Pakistan

দৃশ্যটা যেন আধুনিক যুদ্ধের নতুন সংজ্ঞা লিখছে—নীরব, নিখুঁত, নজরে না-পড়া এক অস্ত্র মাঝ আকাশে ভেসে এসে ধসে দিচ্ছে সন্ত্রাসের ঘাঁটি। শত্রুপক্ষ বুঝে ওঠার আগেই কাজ সেরে উধাও।

এই ‘ঘাতক নিঃশব্দতা’ই এখন ভারতের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা কৌশল। পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার অভিযানে মুখ্য ভূমিকা নিয়েছে এমনই কিছু অত্যাধুনিক ড্রোন—যাদের অস্তিত্ব কেবল প্রযুক্তিগত নয়, কৌশলগতও।

নিশানা স্পষ্ট, শব্দহীন আঘাত

২০১৯-এর বালাকোট এয়ার স্ট্রাইকের পর, ভারত আরও গভীরভাবে মনোযোগ দেয় ড্রোন যুদ্ধনীতির দিকে। ২০২১ সালে ভারতীয় ড্রোন বহরে যুক্ত হয় ইজরায়েলি প্রযুক্তিতে তৈরি ‘স্কাইস্ট্রাইকার’—একই সঙ্গে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র, অর্থাৎ ‘লোইটারিং মিউনিশন’। এটি ওড়ে ড্রোনের মতো, কিন্তু আঘাত হানে একেবারে মিসাইলের মতো।

এই অত্যাধুনিক ড্রোন তৈরি করেছে ইজরায়েলের Elbit Systems এবং ভারতের Alpha Design Technologies। এটি ঘণ্টায় ৩০০ নটিক্যাল মাইল বেগে উড়ে গিয়ে, ৫-১০ কেজি বিস্ফোরক বহন করে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। রয়েছে স্বয়ংক্রিয় নেভিগেশন, ইলেকট্রো-অপটিক্যাল টার্গেটিং, এমনকি শেষ মুহূর্তে মিশন বাতিল করে ফেরত আসার ব্যবস্থাও।

পূর্ব পরিকল্পনায় হামলা, নিখুঁত সাফল্য India Drone Strikes Pakistan

‘অপারেশন সিঁদুর’-এর অংশ হিসেবে ভারত এই ড্রোন ব্যবহার করে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের অভ্যন্তরে লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিনের ঘাঁটিগুলি লক্ষ্য করে আঘাত হানে। কোনওপ্রকার প্রচার ছাড়াই টার্গেট ধ্বংস করে ফেরে ‘স্কাইস্ট্রাইকার’। এমনকি রাওয়ালপিন্ডির স্টেডিয়াম এলাকাও এই ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্রের খবর।

দেশেই তৈরি ‘কামিকাজে’ ড্রোন—আত্মঘাতী প্রযুক্তির হাতিয়ার

শুধু বিদেশি প্রযুক্তির উপর নির্ভর না করে, ভারত নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে ‘কামিকাজে ড্রোন’—এক্সপ্লোডিং ড্রোন যা নিশানায় পৌঁছেই বিস্ফোরণ ঘটায়। একপ্রকার আত্মঘাতী অস্ত্র, যা শুধুমাত্র টার্গেট ধ্বংস করতেই তৈরি।

এই কামিকাজে ড্রোনও ব্যবহার করা হয়েছে পাকিস্তানের অভ্যন্তরে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই অস্ত্র ভারতের প্রতিরক্ষা সক্ষমতার আরেকটি নিদর্শন।

প্রতিরোধে প্রস্তুত ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও

পাল্টা আক্রমণের পাশাপাশি পাকিস্তানের চালানো ড্রোন হামলাও ঠেকিয়ে দিয়েছে ভারতের ডিফেন্স সিস্টেম। বৃহস্পতিবার রাতে ডজনখানেক পাক ড্রোন ভারতের সীমান্ত অতিক্রমের চেষ্টা করলেও, অধিকাংশই ধ্বংস করে সেনাবাহিনী। শুক্রবার সকালে পঞ্জাব ও জম্মুর বিভিন্ন এলাকায় পাওয়া যায় ভেঙে পড়া পাক ড্রোনের অংশ।

ড্রোন যুদ্ধের ভবিষ্যৎ এখন ভারতের নিয়ন্ত্রণে?

মাত্র কয়েক বছর আগেও যেখানে ড্রোন ছিল পর্যবেক্ষণ বা পণ্য ডেলিভারির উপকরণ, আজ তা যুদ্ধনীতির অবিচ্ছেদ্য অংশ। ‘স্কাইস্ট্রাইকার’ ও ‘কামিকাজে’-র সফল প্রয়োগ স্পষ্ট করে দিয়েছে, যুদ্ধের মানচিত্র বদলে যাচ্ছে, এবং তাতে ভারতের অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে।

প্রতিরক্ষা কৌশলে প্রযুক্তির প্রয়োগ ও স্বনির্ভরতার যুগে দাঁড়িয়ে, ভারত এখন শুধু সীমান্ত রক্ষা করছে না—দিচ্ছে কৌশলগত বার্তাও। যুদ্ধক্ষেত্রের ভবিষ্যৎ যে নিঃশব্দে লেখা হবে, তা স্পষ্ট করে দিয়েছে এই ড্রোন অভিযানের সাফল্য।

National: India’s ‘silent killer’ drone strategy using Sky Striker loitering munitions targets Pakistan terror bases with precision after Balakot. Learn about this advanced technology and its impact on border security.