আজ বিকেল ৫টা থেকে ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি: বিদেশ সচিব

India Pakistan Ceasefire Today নয়াদিল্লি: শনিবার বিকেল পাঁচটা থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্ত রকম সামরিক সংঘর্ষ বন্ধ থাকবে বলে ঘোষণা করলেন ভারতের বিদেশ সচিব…

India Pakistan Ceasefire Today

India Pakistan Ceasefire Today

নয়াদিল্লি: শনিবার বিকেল পাঁচটা থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে সমস্ত রকম সামরিক সংঘর্ষ বন্ধ থাকবে বলে ঘোষণা করলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। তিনি জানান, আকাশ, স্থল ও জল— কোনও পথেই আর দুই দেশের সেনাবাহিনী ‘অ্যাকশন’ নেবে না। দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি কার্যকর হচ্ছে আজ, শনিবার বিকাল ৫টা থেকে।

পাকিস্তান থেকে এল ফোন

বিদেশ সচিব জানান, এদিন দুপুর ৩টে ৩৫ মিনিট নাগাদ পাকিস্তানের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্স (DGMO) ভারতের DGMO-কে ফোন করেন। পাকিস্তানের তরফ থেকে সংঘর্ষ বিরতির প্রস্তাব আসে এবং ভারত তা গ্রহণ করে। এরপর নির্দেশিকা জারি করে দুই দেশের সামরিক বাহিনীকে সংঘর্ষ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

আগামী সোমবার, ১২ মে দুপুর ১২টায় দুই দেশের DGMO-দের মধ্যে এই বিষয় নিয়ে ফের আলোচনা হবে বলেও জানান বিদেশ সচিব।

মধ্যস্থতা করেন ট্রাম্প India Pakistan Ceasefire Today

 

এই গুরুত্বপূর্ণ ঘোষণার কিছুক্ষণ আগেই ভারত-পাকিস্তান সংঘর্ষে মধ্যস্থতা করার ইচ্ছা প্রকাশ করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা নিরসনে মর্কিন যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে ভূমিকা নিচ্ছে। মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও ইতিমধ্যেই ভারত ও পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে এবং দুই দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে কথাবার্তা বলেছেন।

বিক্রম মিশ্রির ঘোষণা

ট্রাম্পের ঘোষণার পরপরই বিক্রম মিশ্রির তরফ থেকে সরকারিভাবে সংঘর্ষ বিরতির ঘোষণা আসে। তিনি বলেন, “পাকিস্তানের DGMO দুপুর ৩:৩৫-এ ভারতের DGMO-কে ফোন করেন। দুই পক্ষই সিদ্ধান্তে পৌঁছায় যে জলে, স্থলে ও আকাশে সব ধরনের সামরিক পদক্ষেপ বন্ধ করা হবে। বিকেল ৫টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।”

দুই দেশের মধ্যে এই সংঘর্ষ বিরতির সিদ্ধান্তে উত্তেজনা প্রশমনের আশাবাদ দেখা দিয়েছে আন্তর্জাতিক মহলে।

National: India and Pakistan ceasefire starts today, May 10th, 5 PM IST, across air, land, sea. Pakistan proposed truce, India accepted. US mediation efforts by Trump & Rubio.