যাওয়ার নামই নিচ্ছে না করোনা! গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ছাড়াল ১,৫০০

যাওয়ার নামই নিচ্ছে না করোনা! গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ছাড়াল ১,৫০০

নয়াদিল্লি: কয়েকদিক আগেই কোভিডের জরুরি অবস্থার সমাপ্তি ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জানান হয়েছিল, এখন থেকে কোভিড জরুরি অবস্থার অন্তর্ভূক্ত নয়। এতে স্বস্তি পেয়েছিল আপামর বিশ্ববাসী। কিন্তু তার দাপট কমছে কোথায়? ভারতের পরিসংখ্যান যা বলছে তাতে ফের একবার করোনা নিয়ে ভয় ধরবে। কোভিড যেন চলে গিয়েও যাচ্ছে না, যেতে চাইছে না! এই ভাইরাসের শেষ কোথায়, এটাই যেন সবথেকে বড় প্রশ্ন। 

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৮০ জন। আর এই একই সময়ে মৃত্যু হয়েছে ১২ জনের। এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৭৬ হাজার ৫৯৯ জন এবং অ্যাকটিভ কেসের সংখ্যা ১৮ হাজারের ওপর। সুতরাং বোঝাই যাচ্ছে, কোভিডের দাপট আগের থেকে কিছুটা কম হয়েছে বটে, কিন্তু তা চলে যায়নি বা আবারও যে ধাক্কা দিতে পারবে না, এমনটাও নয়। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও পর্যন্ত এটা বলেনি যে করোনা চলে গিয়েছে বা আগামী কয়েক মাসের মধ্যে চলে যাবে। তাই সাবধানে থাকতেই হচ্ছে।