India treats terror attack as war declaration
নয়াদিল্লি: ভবিষ্যতে ভারতের বিরুদ্ধে যেকোনো সন্ত্রাসবাদী হামলাকে সরাসরি ‘যুদ্ধের ঘোষণার’ সমতুল্য বলে বিবেচনা করা হবে—এমনটাই জানিয়ে দিল দিল্লি। সরকার-ঘনিষ্ঠ শীর্ষ সূত্র শনিবার জানায়, জাতীয় নিরাপত্তা ইস্যুতে আর কোনো রকম আপস করবে না ভারত। প্রতিটি হামলার জবাব এবার আসবে সুপরিকল্পিত ও কড়া সামরিক প্রতিক্রিয়ার মাধ্যমে। খবর ডিডি নিউজ সূত্রে৷
পাহেলগাঁও-এ হামলা
২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁও-এ সংঘটিত মর্মান্তিক জঙ্গি হামলার পর, এই কঠিন সিদ্ধান্ত নিল ভারত৷ বৈসরন উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রাণ হারান ২৬ জন মানুষ, যাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন পর্যটক। সেই ঘটনার জবাবে ৭ মে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (POK)-র একাধিক সন্ত্রাসবাদী লঞ্চপ্যাডে নির্ভুল বিমান হামলা চালায়। অপারেশন সিঁদুরে নিকেশ হয় ১০০ জঙ্গি৷
পাকিস্তানকে জবাব ভারতের India treats terror attack as war declaration
সরকার নিশ্চিত করেছে, পাকিস্তানের পাল্টা আক্রমণে ভারতীয় বায়ুসেনার চারটি ঘাঁটি—উধমপুর, পাঠানকোট, আদমপুর এবং ভুজ—সীমিতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তার ঠিক পরেই ভারতীয় সেনাবাহিনী জবাব দেয় ছয়টি পাকিস্তানি বিমানঘাঁটি—রফিকি, মুরিদ, চকলালা, রহিম ইয়ার খান, সুক্কুর ও চুনিয়া—লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’ চালিয়ে। সরকারের ভাষ্য অনুযায়ী, এই অভিযানে শুধুমাত্র সামরিক পরিকাঠামোই নিশানা করা হয়, যাতে বেসামরিক ক্ষয়ক্ষতি একেবারে কম থাকে।
শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় একটি জরুরি উচ্চপর্যায়ের বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং তিন বাহিনীর প্রধানরা। বৈঠকের একটি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই বৈঠকেই ‘অ্যাক্ট অফ ওয়ার’ -এর কথা ঘোষণা করা হয়৷
‘অ্যাক্ট অফ ওয়ার’ কী?
আন্তর্জাতিক আইনের পরিভাষায় ‘অ্যাক্ট অফ ওয়ার’ বা যুদ্ধ ঘোষণার অর্থ হচ্ছে, এমন কোনও হামলা যা আত্মরক্ষার স্বার্থে একটি দেশকে পাল্টা সামরিক পদক্ষেপ নিতে বৈধতা দেয়। রাষ্ট্রসংঘ সনদের ধারা ২(৪)-এ বলা হয়েছে, কোনও রাষ্ট্র অন্য রাষ্ট্রের সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে বলপ্রয়োগ করতে পারবে না। তবে ধারা ৫১ অনুসারে, আত্মরক্ষার ক্ষেত্রে সে অধিকার সংরক্ষিত।
বিশ্লেষকদের মতে, ভারতের এই কৌশলগত অবস্থান বদলের ফলে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে।
National: India declares future terror attacks as ‘declaration of war’ after Pahalgam attack. Promises strong military response, retaliated against Pakistan airbases after its counter-strikes.