কেন্দ্রের ‘ভীরু আচরণে’র মূল্য চোকাতে হবে দেশকে: রাহুল গান্ধী

কেন্দ্রের ‘ভীরু আচরণে’র মূল্য চোকাতে হবে দেশকে: রাহুল গান্ধী

নয়াদিল্লি:  সীমান্ত ইস্যুতে ভারতের অবস্থান নিয়ে আরও একবার কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ শনিবার একটি টুইট করে তিনি বলেন, সরকারের ‘ভীরু আচরণের’ মূল্য চোকাতে হবে দেশকে৷ চিনের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতি স্বীকার করে নিয়েছেন বলে অভিযোগ তুলে রাহুল গান্ধী বলেন, ‘‘চিন আমাদের ভূখণ্ড নিয়ে গেল আর ভারত সরকার চেম্বারলিনের মতো আচরণ করছে। এই অবস্থান চিনের হাত আরও শক্ত করবে। এর মাশুল গুণতে হবে দেশকে৷” 

গত ১৫ জুন পূর্ব লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় চিন সেনার সংঘর্ষে ২০ জওয়ানের মৃত্যর পর থেকেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ শানাচ্ছেন রাহুল৷ একাধিকবার তিনি প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন, চিনা ফৌজ যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ না করে, তাহলে কোথায় এই সংঘর্ষ হয়েছে? কোথায় হত্যা করা হয়েছে আমাদের জওয়ানকে?   

এদিন নিজের টুইটের সঙ্গে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের লাদাখ সফরের একটি ভিডিও পোস্ট করেন রাহুল গান্ধী। ওই ভিডিও ক্লিপে প্রতিরক্ষামন্ত্রীকে বলতে শোনা যায়, ‘‘সীমান্ত সমস্যা সমাধানের জন্য চিনের সঙ্গে আলোচনা চলছে৷ তবে আলোচনার মাধ্যমে কতটা সমস্যার সমাধান হবে তার কোনও নিশ্চয়তা নেই৷’’ তিনি আরও বলেন, ‘‘বিশ্বের কোনও শক্তি ভারতের এক ইঞ্চি জমিও কাড়তে পারবে না৷’’ প্রসঙ্গত, শুক্রবারই লাদাখ সফরে গিয়েছিলেন রাজনাথ৷ এর আগে চলতি মাসের গোড়াতেই চিনকে কড়া বার্তা দিতে লাদাখ সফরে যান প্রধানমন্ত্রী৷ 

তবে সীমান্ত ইস্যুতে কেন্দ্রের ভূমিকায় নাখুশ কংগ্রেস৷ তাদের দাবি, প্রধানমন্ত্রীর কথা আর সীমান্তের বর্তমান পরিস্থিতির মধ্যে বিস্তর ফারাক আছে৷ এই সমস্যার জন্য কেন্দ্রের বিদেশনীতিকেই দুষেছেন রাহুল৷ এদিন টুইট প্রায় সাড়ে তিন মিনিটের একটা ভিডিও পোস্ট করে বেশ কিছু প্রশ্ন তুলেছেন রাহুল৷ তিনি জানতে চেয়েছেন, “ভারতের অবস্থা কী, যার জেরে চিন এতটা আগ্রাসী? কী পরিবেশ, যে চিন ভারতের মতো দেশের বিরুদ্ধে আগ্রাসনের সিদ্ধান্ত নিল?” তাঁর অভিযোগ ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী একের পর এক ভুল করে গিয়েছেন, যা জেরে আমাদের সার্বি কভাবে দুর্বল হয়ে পড়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − five =