রাষ্ট্রপুঞ্জে বিপুল জয় ভারতের, উচ্ছ্বসিত নয়াদিল্লি

রাষ্ট্রপুঞ্জে বিপুল জয় ভারতের, উচ্ছ্বসিত নয়াদিল্লি

জেনেভা: রাষ্ট্রপুঞ্জের হিউম্যান রাইটস্ কাউন্সিল অর্থাৎ মানবাধিকার পরিষদের সদস্য রূপে আরও একবার নির্বাচিত হল ভারত। ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত থাকবে এই সদস্যপদের মেয়াদ। অবশ্যভাবে ভারতের সাফল্যের মুকুটে এটি একটি নতুন পালক। সাধারণ পরিষদে ১৯৩ দেশের সদস্যদের মধ্যে নির্বাচিত হওয়ার জন্য ৯৩ টি ভোট দরকার ছিল। কিন্তু ভারত ১৮৪ টি ভোট পেয়েছে, যা প্রয়োজনের থেকে অনেক বেশি। আর এই বিপুল জয় নিয়ে উচ্ছ্বসিত নয়াদিল্লি। 

চলতি বছরের ৩১ ডিসেম্বর এই সদস্যপদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ২০২২ থেকে ২০২৪ সালের মেয়াদকালের জন্য প্রশান্ত মহাসাগর সংলগ্ন অঞ্চলে ৫ টি আসন খালি ছিল। ভারত, কাতার, মালেশিয়া, কাজাখস্তান, ইউএই, এই পাঁচটি আসনে নির্বাচিত হয়েছে। এই জয়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি জানান, তিনি প্রচণ্ড উচ্ছ্বসিত এবং যে দেশগুলি ভারতকে সমর্থন করেছে তাদের তিনি ধন্যবাদ জানাচ্ছেন। তিনি আরও বলেন, এই জয় থেকেই স্পষ্ট হয়ে যায় যে ভারতে মানবাধিকার রক্ষা ও বহুত্ববাদ অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে দারুণ কাজ হচ্ছে। এই ধারা ভবিষ্যতে বজায় রাখার চেষ্টা করা হবে। এই নিয়ে ষষ্ঠ বারের জন্য রাষ্ট্রপুঞ্জের হিউম্যান রাইটস কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + three =