শ্রীনগর: কাশ্মীর ফের সাক্ষী থাকল ভারতীয় সেনার নিখুঁত ও নির্ভুল সামরিক অভিযানের। পাকিস্তানপুষ্ট জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের রেশ কাটতে না কাটতেই, এবার জম্মু ও কাশ্মীরের সোপিয়ান জেলার শোকাল কেল্লার এলাকায় চালানো হল নতুন অভিযান—অপারেশন কেল্লার। সেনার হাতে খতম হল লস্কর-ই-তৈবার শীর্ষ কমান্ডার শাহিদ কুট্টে সহ তিন জন কুখ্যাত জঙ্গি।
এই অপারেশন শুধু সফল নয়, ভারতের সন্ত্রাস দমন অভিযানে এক উল্লেখযোগ্য মাইলফলক।
সেনা হানা, গুলির লড়াই, খতম তিন জঙ্গি
মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ ভারতীয় সেনা অভিযান শুরু করে। রাষ্ট্রীয় রাইফেলসের একটি ইউনিট নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রে খবর পায়— শোকাল কেল্লার অঞ্চলে জঙ্গিরা গা ঢাকা দিয়ে আছে। সেই অনুযায়ী এলাকায় পৌঁছতেই জঙ্গিরা শুরু করে এলোপাথাড়ি গুলিচালনা। পাল্টা জবাবে সেনা চালায় নির্ভুল ও সংঘবদ্ধ হামলা। তীব্র গুলির লড়াইয়ের মাঝে মাটিতে লুটিয়ে পড়ে তিন ‘হার্ডকোর’ জঙ্গি।
শাহিদ কুট্টে— খতম সেই নাম, যাকে খুঁজছিল গোটা বাহিনী Indian Army Operation Kellar
নিহতদের মধ্যে অন্যতম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম শাহিদ কুট্টে। পুলিশ ও সেনা সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে লস্কর-ই-তৈবার সঙ্গে সরাসরি যুক্ত হয় সে। দ্রুতই উঠে আসে কমান্ডার পদে। জম্মু ও কাশ্মীর পুলিশের তালিকায় সে ছিল ‘A’ ক্যাটাগরির জঙ্গি।
কুট্টে ছিল সোপিয়ানের ছোটিপোরা হীরপোরা এলাকার বাসিন্দা। স্থানীয়ভাবে কুখ্যাত হয়ে উঠেছিল একাধিক সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের জন্য। ২০২৪ সালের ১৮ মে হীরপোরায় বিজেপির এক সরপঞ্চকে নির্মমভাবে খুন করে কাশ্মীরজুড়ে আতঙ্ক ছড়ায়। ওই হত্যার তদন্তেই উঠে আসে তার নাম।
সম্প্রতি পহেলগামে পর্যটকদের ওপর বর্বরোচিত হামলায়ও কুট্টের জড়িত থাকার তথ্য পাওয়া যায়। ওই হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। হামলার ৪ দিন পর, ২৬ এপ্রিল, প্রশাসন কুট্টের বাড়ি বুলডোজ করে গুঁড়িয়ে দেয়।
সেনার কড়া বার্তা: কোথাও লুকিয়ে লাভ নেই Indian Army Operation Kellar
অপারেশন কেল্লার এখানেই শেষ নয়। সেনার তরফে জানানো হয়েছে, এখনও অভিযান চলছে। গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে। সেনার বক্তব্য, কোনও জঙ্গি যদি বেঁচে থেকেও থাকে, সে এই উপত্যকা ছেড়ে বেরোতে পারবে না। সীমান্ত ও সংযোগপথে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
এই অভিযানে সেনা আবারও প্রমাণ করল, জঙ্গি দমন শুধু পরিকল্পনা নয়, প্রয়োগের ক্ষেত্রেও ভারত এখন তুখোড়। একের পর এক টার্গেট অপারেশনে খতম হচ্ছে পাকিস্তানপন্থী জঙ্গিরা। আর সেনার গলায় এখন একটাই বার্তা—
“যেখানে জঙ্গি, সেখানেই সেনা। এবার কেউ রেহাই পাবে না।”
National: Kashmir operation, Shahid Kutte killed, Sopian encounter, Lashkar-e-Taiba commander, Indian security forces, Jammu and Kashmir terrorism, Operation Sindoor, counter-militancy, terrorist elimination