করমণ্ডল দুর্ঘটনাগ্রস্তদের আর্থিক সাহায্য সুনীলদের, পুরষ্কারমূল্যের একাংশ তুলে দিল ফুটবল দল

করমণ্ডল দুর্ঘটনাগ্রস্তদের আর্থিক সাহায্য সুনীলদের, পুরষ্কারমূল্যের একাংশ তুলে দিল ফুটবল দল

নয়াদিল্লি: রবিবার লেবাননকে ২-০ গোলে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে ভারতীয় ফুটবল দল। তারপরই তাঁদের ১ কোটি টাকা পুরস্কার দেওয়া হয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সরকারের তরফে। সেই অর্থ মূল্য থেকেই করমণ্ডল ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করলেন সুনীল ছেত্রী, নাওরেম মাহেশ, সন্দেহ ঝিঙ্গানরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ত্রাণ এবং পুনর্বাসনের জন্য ২০ লক্ষ টাকা তুলে দিয়েছে ভারতীয় ফুটবল দল। 

ভারতীয় দলের কোচ ইগর স্তিমাচ চ্যাম্পিয়ন হওয়ার পর সাজঘরে এসে আর্থিক পুরষ্কার নিয়ে এই প্রস্তাব দিয়েছিলেন খেলোয়াড়দের। স্বাভাবিকভাবেই সকলে রাজি হয়ে যান। এই বিষয়ে ভারতীয় ফুটবল দলের সোশ্যাল মিডিয়ার তরফে জানান হয়েছে, নগদ পুরস্কার দেওয়ায় ওড়িশা সরকারের প্রতি তারা কৃতজ্ঞ। ওড়িশায় দুর্ভাগ্যজনক ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ত্রাণ এবং পুনর্বাসনের কাজের জন্য তারা সেখান থেকেই ২০ লক্ষ টাকা দান করছেন। আরও বলা হয়েছে, পরিবারগুলি তাঁদের হারিয়ে যাওয়া মানুষদের ফিরে পাবে না ঠিকই, যা ক্ষতি হয়েছে তা পুরণও হবে না, কিন্তু এই ছোট অর্থ সাহায্য দিয়ে তাদের আগামী দিনের পথ একটু সহজ করার চেষ্টা করা হল। 

গত ২ জুন বালেশ্বরের বাহানগা বাজার স্টেশনের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। শেষ পাওয়া খবর অনুযায়ী, ২৯০ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়, আহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গিয়েছিল। এখনও অনেকেই বিভিন্ন রাজ্যের একাধিক হাসপাতালে চিকিৎসাধীন। অনেক অশনাক্ত দেহ আবার মর্গে রাখা আছে যাদের পরিবার এখনও দেহ চিহ্নিত করে উঠতে পারেনি।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + five =