অরুণাচলে ফের লাল ফৌজের অনুপ্রবেশ, জবাব দিল ভারত

অরুণাচলে ফের লাল ফৌজের অনুপ্রবেশ, জবাব দিল ভারত

নয়াদিল্লি:  ফের মুখোমুখি ভারত চিন৷ এবার অরুণাচলপ্রদেশ৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা চালায় লাল ফৌজ৷ তবে চিনা বাহিনীর সেই চেষ্টা রুখে দেয় ভারত৷ 

আরও পড়ুন- লখিমপুর খেরি-কাণ্ডে তদন্ত কমিশন গঠন করল যোগী সরকার, নেতৃত্বে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি

জানা গিয়েছে, গত সপ্তাহে অরুণচলপ্রদেশের তাওয়াংয়ের বুম লা এবং ইয়াংটসের মধ্যে  এই ঘটনাটি ঘটে৷ তিব্বত সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূ-খণ্ডে ঢুকে পড়ে প্রায় ২০০ জন চিন সেনা৷ ঘণ্টাখানেক ধরে চলে মুখোমুখি লড়াই৷ বেশ কিছু চিন সেনাকে আটক করা হয় বলেও সূত্রের খবর৷ পরবর্তী সময় নির্দিষ্ট প্রোটোকল মেনে সেই বিবাদ মিটিয়ে নেওয়া হয়৷ এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই৷ 

প্রসঙ্গত, লাদাখ সীমান্তের পাশাপাশি অরুণাচল নিয়েও ভারত ও চিনের মধ্যে সংঘাত রয়েছে৷ গত সপ্তাহে অরুণাচল সীমান্তে ফাঁকা পড়ে থাকা কিছু ভারতীয় বাঙ্কারের দখল নেয় লাল ফৌজ৷ খবর পেয়েই দ্রুত সেই অঞ্চলে এসে প্রতিরোধ গড়ে তোলে ভারতীয় সেনা৷ কড়া প্রতিরোঝের মুখে পড়ে তারা পিছু হঠে৷ এরই মধ্যে কিছু চিন সেনাকে আটকও করা হয়৷ পরবর্তীকালে আলোচনার মাধ্যমে তাঁদের ছেড়ে দেওয়া হয়৷ এই ঘটনায় এখনও পর্যন্ত ভারতীয় সেনার পক্ষ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি৷ 

সূত্রের খবর, ‘ভারত এবং চিনের মধ্যে সরকারি ভাবে কোনও সীমারেখা নির্ধারিত নেই৷ প্রকৃত নিয়ন্ত্রণরেখা মেনে চলে দুই দেশ৷  সীমান্ত প্রোটোকল মেনেই প্রকৃত নিয়ন্ত্রণরেখায় শান্তি এবং স্থিতাবস্থা বজায় রয়েছে৷’ উল্লেখ্য, গত বছর পূর্ব লাদাখ সীমান্তে সংঘাতে জড়িয়েছিল ভারত ও চিন৷ মৃত্যু হয়েছিল ২০ জন ভারতীয় সেনার৷ 

২০১১ সালে ঠিক এই এলাকাতেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের দিকে প্রায় আড়াইশো মিটার দীর্ঘ একটি পাচিল তোলার চেষ্টা করেছিল লাল ফৌজ৷ বিষয়টি নজরে আসতেই বেজিংয়ের কাছে প্রতিবাদ জানায় নয়াদিল্লি৷  শুধু অরুণাচলই নয়, মাস খানেক আগেই উত্তরাখণ্ডের বরাহোতি সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে চিনা বাহিনী অনুপ্রবেশ করে বলে অভিযোগ৷  ঘণ্টা খানেক ভারতীয় সীমানায় ছিল তারা৷ পরে ফিরে যায়৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =