মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKPS) শুক্রবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (KLIA) ১০ জন ভারতীয় নাগরিককে প্রবেশে বাধা দিয়েছে। যদিও ভারতীয় পাসপোর্টধারীদের জন্য দেশে ভিসা-মুক্ত সুবিধা রয়েছে। মালয়েশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে যে ভারতীয়দের এই দলটি ৯৯ জন বিদেশী ভ্রমণকারীর মধ্যে ছিল যাদের দেশে প্রবেশে বাধা দেওয়া হয়েছিল। বিমানবন্দরের টার্মিনাল ১-এ তাদের নিরাপত্তা তল্লাশি করা হয়েছিল।
মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে যে উচ্চ-ঝুঁকিপূর্ণ বিমানগুলিকে লক্ষ্য করে অভিযান চালানোর সময় ৪০০ জনেরও বেশি যাত্রীর স্ক্রিনিং করা হয়েছিল। প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা ব্যক্তিদের মধ্যে ৮০ জন বাংলাদেশি, ১০ জন ভারতীয় এবং ৯ জন পাকিস্তানি নাগরিক ছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, সকলেই পুরুষ। আগতদের স্ক্যান করার জন্য সাত ঘণ্টা সময় লাগে। এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে যে বহিষ্কৃত ৯৯ জনই অভিবাসন পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। তাদের সন্দেহজনক ভ্রমণের রেকর্ড রয়েছে বলেও জানান কর্মকর্তারা। সংস্থাটি আরও জানিয়েছে, “আইনি প্রক্রিয়া অনুসারে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর আগে তাদের আরও ডকুমেন্টেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।” ব্যাকগ্রাউন্ড স্ক্রিনিং, ভ্রমণ নথিপত্রের পরীক্ষা এবং ব্যক্তিগত সাক্ষাৎকারের পর এমন পদক্ষেপ করা হয় বলেও দাবি।
উল্লেখযোগ্যভাবে, মালয়েশিয়া ভারতীয় পর্যটকদের জন্য ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। এর অধীনে, ভারতীয়রা ভিসা ছাড়াই মালয়েশিয়ায় ৩০ দিন পর্যন্ত থাকতে পারবেন। মালয়েশিয়ার সরকার আশাবাদী যে প্রবেশ প্রক্রিয়া সহজ করার মাধ্যমে, এটি আরও পর্যটকদের আকৃষ্ট করতে এবং দেশের অভ্যন্তরে তাদের ব্যয় বৃদ্ধি করতে পারে। যার ফলে মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে।
10 Indian nationals face unexpected trouble in Malaysia as they’re denied entry despite visa-free provision. Learn about the reasons behind this unexpected move.









