এবার ট্রেনের কামরায় তৈরি হচ্ছে আইসোলেশন ওয়ার্ড, ভারতীয় রেলকে কুর্নিশ

এবার ট্রেনের কামরায় তৈরি হচ্ছে আইসোলেশন ওয়ার্ড, ভারতীয় রেলকে কুর্নিশ

নয়াদিল্লি: করোনা মোকাবিলায় এবার এগিয়ে এল রেল৷ করোনা আক্রান্ত রোগীদের জন্য ট্রেনের কামরায় আইসোলেশন ওয়ার্ড তৈরি করার পরিকল্পনা নিল কর্তৃপক্ষ৷  

করোনাকে পর্যুদস্ত করতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে লকডাউন জারি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বন্ধ রয়েছে সবরকম রেল পরিষেবা৷ এই সুযোগকেই কাজে লাগিয়ে কোমর বেঁধে করোনা মোকাবিলায় নামতে চাইছে ভারতীয় রেল৷ ট্রেনের কামরাতেই তৈরি করা হচ্ছে আইসোলেশন ওয়ার্ড।

প্রথমে একটি জোনে কাজ শুরু হয়েছে৷ সফল হলে সবকটি জোনেই রেলের কামরায় আইসোলেশন ওয়ার্ড তৈরির কাজ শুরু করা হবে বলে জানা গিয়েছে৷ আপাতত ৩০টি ট্রেনে এই রকম আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হচ্ছে বলে রেল সূত্রে খবর।

প্রয়োজনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়া হবে এই বিশেষ ট্রেনে করে৷ কোনও জায়গায় করোনা আক্রান্তের সংখ্যা বেশি হলে, সেখানকার নিকটবর্তী স্টেশনে প্রয়োজন মাফিক ওই চলন্ত আইসোলেশন ওয়ার্ড পাঠিয়ে দেওয়াও সম্ভব হবে৷