ফের বিমানে প্রযুক্তিগত সমস্যা। আর সেই কারণে দুর্ঘটনার কবলে পড়তে পড়তে বেঁচে গেল একটি বিমান। শনিবার মাদুরাই থেকে ৭৬ জন যাত্রী নিয়ে আসার সময় বৃহত্তম অভ্যন্তরীণ বিমান সংস্থা ইন্ডিগোর একটি বিমানের উইন্ডশিল্ডে ফাটল ধরা পড়ে। বিমানটি বিমানবন্দরে অবতরণের আগে পাইলট সামনের কাঁচে ফাটল দেখতে পান এবং বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারকে জানান।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান থেকে পাইলটের তথ্য পাওয়ার পর বিমানবন্দরে ব্যবস্থা নেওয়া হয় এবং বিমানটি নিরাপদে অবতরণ করে। বিমানটিকে পার্কিংয়ের জন্য একটি পৃথক বে (বে নং ৯৫) এ নিয়ে যাওয়া হয় এবং যাত্রীদের পরে নিরাপদে অবতরণ করা হয়। বর্তমানে, উইন্ডশিল্ড প্রতিস্থাপনের ব্যবস্থা করা হচ্ছে। তারা জানিয়েছেন, ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে এই ঘটনার কারণে, মাদুরাইতে ফ্লাইটটির ফিরতি যাত্রা বাতিল করা হয়েছে।
কিন্তু, ইন্ডিগো সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে উইন্ডশিল্ডে ফাটলের কথা উল্লেখ করেনি। তাদের পক্ষ থেকে কেবল জানানো হয়েছে যে “রক্ষণাবেক্ষণের প্রয়োজনে” বিমানটিকে গ্রাউন্ডেড করা হয়েছে। ইন্ডিগোর একজন মুখপাত্র জানিয়েছেন, “১০ অক্টোবর, ২০২৫ তারিখে মাদুরাই থেকে চেন্নাইগামী ইন্ডিগো ফ্লাইট ৬ই ৭২৫৩-এ একটি রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা লক্ষ্য করা গিয়েছে। তার গন্তব্যে অবতরণের আগে খেয়াল করা হয়। মানক অপারেটিং পদ্ধতি অনুসরণ করে, বিমানটি চেন্নাইতে নিরাপদে অবতরণ করেছে এবং প্রয়োজনীয় পরীক্ষা এবং ছাড়পত্রের পরেই পুনরায় বিমান চলাচল শুরু করবে।”
IndiGo flight’s windshield cracks before landing in Chennai with 76 passengers. Pilot’s prompt action ensures safe landing. Return journey to Madurai cancelled.









