এবার শুকিয়ে কাঠ হবে পাকিস্তান? সিন্ধু নিয়ে বড় সিদ্ধান্ত ভারতের | Indus Water Treaty

জলে মারার ছক (Indus Water Treaty Explained-2024) দিল্লি: ভাতে নয়,পাকিস্তানকে একেবারে জলে মারার ছক ভারতের! সিন্ধুর জল আটকে দেবে মোদী সরকার! কোন কন্ডিশন রাখা হল…

BJP's J&K Government Formation Plan

জলে মারার ছক (Indus Water Treaty Explained-2024)

দিল্লি: ভাতে নয়,পাকিস্তানকে একেবারে জলে মারার ছক ভারতের! সিন্ধুর জল আটকে দেবে মোদী সরকার! কোন কন্ডিশন রাখা হল ইসলামাবাদের সামনে?এবার কী শুকিয়ে কাঠ হবে পাকিস্তান?

জম্মু কাশ্মীর বর্ডারে সন্ত্রাস চালাচ্ছে পাকিস্তান। আর তার জবাবে অ্যাকশন শুরু ভারতের। একেই বলে টিট ফর ট্যাট।‌ হ্যাঁ, পশ্চিমের প্রতিবেশীকে উচিত শিক্ষা দিতে এবার সিন্ধু নদীর জল নিয়ে কড়া স্ট্যান্ড পয়েন্ট নিতে চাইছে ভারত। অলরেডি এই নিয়ে ইসলামাবাদকে চিঠি ধরিয়েছে নয়াদিল্লি। পাল্টা জবাব দিয়েছে পাকিস্তানও। কিন্তু তাতে চিরে ভিজবে কী? গুড নাইটের বিশেষজ্ঞদের একাংশের মতে, ভারতের এবারের পদক্ষেপ খুব কঠিন হতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের দাবি, ৬৪ বছর আগে ভারত-পাকিস্তানের মধ্যে হওয়া সিন্ধু জলচুক্তি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছে নরেন্দ্র মোদী সরকার। যে চুক্তিতে মধ্যস্থতাকারী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে বিশ্ব ব্যাঙ্ক। (2024 Update: Indus Water Treaty Explained – India & Pakistan’s River Sharing Agreement)

শুধু জলে নয়, দেউলিয়া হতে বসা পাকিস্তানকে এবার চাষাবাদেও মারতে চলেছে ভারত। কারণ, ভারত যদি সিন্ধু চুক্তি ভেঙে বেরিয়ে যায় তাহলে পাকিস্তানের পঞ্জাব প্রদেশে সেচ মারাত্মক ভাবে মার খাবে। যার সরাসরি প্রভাব পড়বে কৃষিতে। সে ক্ষেত্রে আর্থিক দিক থেকে ইসলামাবাদের কোমর ভেঙে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

 

modi
মোদী

কোন নোটিশ ধরিয়েছে ভারত?

কিন্তু এটা তো সিন্ধু জলচুক্তি ভাঙার এফেক্ট। এখন প্রশ্ন হল, হঠাৎ করে এই চুক্তি ভাঙার বিষয়ে পাকিস্তানকে কোন নোটিশ ধরিয়েছে ভারত? সূত্র বলছে, মানুষের সংখ্যা বেড়ে যাওয়া, পরিবেশগত চ্যালেঞ্জ, অন্যান্য কারণ সহ বিভিন্ন উদ্বেগের কথা উল্লেখ করে ভারত চুক্তির পুনর্মূল্যায়নের জন্য অনুরোধ করেছে। এই নদীর জল আরও বেশি করে ভারতের ব্যবহারের প্রয়োজন দেখা গেছে, সেটাও জানানো হয়েছে। কিন্তু চুক্তি ভাঙার নেপথ্যে শুধুই কী এই কারণ?

Modi
মোদী

সীমান্ত সন্ত্রাসের প্রভাব (History of The Treaty)

না। চলতি বছরের ৩০ অগস্ট সিন্ধু জলচুক্তি নিয়ে আনুষ্ঠানিক ভাবে পাকিস্তানকে যে চিঠি পাঠিয়েছে ভারত তাতে সীমান্ত-সন্ত্রাসের প্রভাব চুক্তির উপর পড়তে চলেছে বলে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে নয়াদিল্লি। যা দেখে শুনে ওয়াকিবহাল মহল বলছে, এটা হওয়ারই ছিল। কারণ, সিন্ধু জলচুক্তি হওয়ার পর মোট তিন বার ভারতের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান। এ ছাড়া দীর্ঘ দিন ধরেই ইসলামাবাদের মদতে উপত্যকায় চলছে সন্ত্রাসবাদ। তা সত্ত্বেও এত দিন এই চুক্তি নিয়ে সে ভাবে উচ্চবাচ্য করেনি ভারত। ২০২৩ সালের জানুয়ারিতে সিন্ধু চুক্তির পুনর্মূল্যায়ণের জন্য প্রথম বার পাকিস্তানকে নোটিস পাঠায় নয়াদিল্লি। ইসলামাবাদের তরফে সে বার কোনও সাড়া মেলেনি। তাই, এ বছর পাঠানো হল দ্বিতীয় নোটিস। যা ভারতের তরফে অনেক বড় পদক্ষেপের ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। বাকিটা তো সময় বলবে।

সিন্ধু চুক্তি

আরও পড়ুন..

হিজবুল্লাহর গায়ে লোহার বর্ম? ইসরাইল হিজবুল্লাহ যুদ্ধ লাগল বলে!

বাইডেন ‘গড়বেন’ বাংলাদেশ! ভারতের সঙ্গে গেম?

World : Indus Water Treaty Explained 2024 – Learn about the Indus Water Treaty, a landmark agreement between India and Pakistan. Discover its history, provisions, and implications for river sharing and irrigation.