সেনার অপমান! রাহুল গান্ধীর বিরুদ্ধে FIR দায়ের

মুম্বই: যোগদিবসে সেনাকে অপমান! ডগ স্কোয়াড নিয়ে রাহুল গান্ধীর ট্যুইট জেরে দায়ের হল এফআআইআর৷ শুক্রবার দুটি ছবি টুইট করেন রাহুল গান্ধী৷ ডগ স্কোয়াডের যোগ অভ্যাসের ছবির নীচে রাহুল লেখেন, ‘‘এই হল নতুন ভারত৷’’ রাহুলের টুইট ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়৷ অমিত শাহ কার্যত রাহুলের এক হাত নেন৷ সেনাকে অসম্মান করা হয়েছে বলেও প্রতিক্রিয়া দেন প্রতিরক্ষামন্ত্রী

সেনার অপমান! রাহুল গান্ধীর বিরুদ্ধে FIR দায়ের

মুম্বই: যোগদিবসে সেনাকে অপমান! ডগ স্কোয়াড নিয়ে রাহুল গান্ধীর ট্যুইট জেরে দায়ের হল এফআআইআর৷ শুক্রবার দুটি ছবি টুইট করেন রাহুল গান্ধী৷ ডগ স্কোয়াডের যোগ অভ্যাসের ছবির নীচে রাহুল লেখেন, ‘‘এই হল নতুন ভারত৷’’ রাহুলের টুইট ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়৷ অমিত শাহ কার্যত রাহুলের এক হাত নেন৷ সেনাকে অসম্মান করা হয়েছে বলেও প্রতিক্রিয়া দেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷

এর পরেই আজ রাহুলের বিরুদ্ধে এফআইআর করেন মুম্বইয়ের আইনজীবী অটল বিহারী দুবে৷ নিজের টুইটারে তিনি লেখেন, ভারতীয় সেনাকে অপমান করেছেন রাহুল গান্ধী৷ আজাদ ময়দান থানায় রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলাম৷ রাহুল সেনাকে জেনেবুঝে অপমান করেছেন৷ একই সঙ্গে তিনি জনতাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন৷ রাহুল গান্ধীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =