ইম্ফল: গত ৩ মে থেকে লাগাতার উত্তাপ ছড়িয়েছে মণিপুরে। উত্তর-পূর্বের এই রাজ্য শেষ কয়েক মাসে কী না কী দেখেছে। বিক্ষোভ, অশান্তি তো আছেই, গোষ্ঠী সংঘর্ষ, খুন, ধর্ষণের মতো ঘটনায় কালিমালিপ্ত হয়েছে মণিপুর। তা নিয়ে গোটা দেশ তোলপাড় হয়েছে। তবে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ধীরে ধীরে সচল হওয়ার পথে যাচ্ছে এই রাজ্যে। কারণ ১০০ দিন পর ইন্টারনেট পরিষেবা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং প্রবল অশান্তির মাঝে অপ্রীতিকর ঘটনা এড়াতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন মণিপুরে। সেই নির্দেশ আপাতত ফিরিয়ে নেওয়ার কথা ঘোষণা হয়েছে। আবার রাজ্যে ইন্টারনেট পরিষেবা শুরু হতে চলেছে। তবে রাজ্য যে একেবারে শান্ত হয়ে গিয়েছে এমনটাও নয়। শুক্রবার সকালে ফের একবার বিক্ষিপ্ত অশান্তি হয় মণিপুরে। পাঁচজন সশস্ত্র যুবকের গ্রেফতারির পর উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্য। তাদের মুক্তির দাবিতে রাস্তায় নেমেছে মানুষ। জানা গিয়েছে, গ্রেফতার হওয়া এক যুবক ‘নিষিদ্ধ পিপলস লিবারেশন আর্মি’র সদস্য ছিলেন। বাকি চারজনকে জামিন দেওয়া হলেও তাঁকে দেওয়া হয়নি। এই নিয়েই বিক্ষোভ হয়।
নতুন করে এই বিক্ষোভের ঘটনায় শনিবার ১৫ জন আহত হয়েছেন বলে খবর। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখানো হয়। উন্মুক্ত জনতাকে নিয়ন্ত্রণ করতে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। তাতেই আহতের সংখ্যা বাড়ে। তবে অনুমান করা হচ্ছে, এই উত্তেজনা বেশি দিন স্থায়ী হবে না। ইন্টারনেট পরিষেবা চালু হওয়ার পর আস্তে আস্তে মানুষ স্বাভাবিক জীবনে ফিরবে।