উদ্ধার হচ্ছে অস্ত্র, মণিপুরে আগামী ক’দিন বন্ধ ইন্টারনেট

উদ্ধার হচ্ছে অস্ত্র, মণিপুরে আগামী ক’দিন বন্ধ ইন্টারনেট

ইম্ফল: অশান্তি কোনও ভাবেই কম হচ্ছে না মণিপুরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর সার, হুঁশিয়ারি দেওয়ার পরেও নিজেদের কাজ বন্ধ করছে না জঙ্গিরা। ইতিমধ্যেই উত্তর-পূর্বের এই রাজ্যে এক বিএসএফ জওয়ানের মৃত্যু হয়েছে জঙ্গিদের গুলিতে। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জওয়ান। সব মিলিয়ে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। এরই মাঝে জানা গিয়েছে, রাজ্যে আগামী কয়েক দিন ইন্টারনেট পরিষেবার ওপর কোপ ফেলা হয়েছে। টানা বন্ধ থাকবে ইন্টারনেট। 

সেনা সূত্রে খবর, ৫ এবং ৬ জুন রাতে তল্লাশি অভিযান শুরু করেছিল নিরাপত্তাবাহিনী। এই অভিযান চলাকালীন গুলিতে মৃত্যু হয়েছে এক বিএসএফ জওয়ানের। অসম রাইফেলসের ২ জওয়ান এখন হাসপাতালে চিকিৎসাধীন। মণিপুরের সিরোউয়ে এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দু’টি একে সিরিজের রাইফেল, একটি ৫১ মিমি মর্টার, দু’টি কার্বাইন। এছাড়াও উদ্ধার হয়েছে প্রচুর গোলাবারুদ। এদিকে আগামী ১০ জুন বিকাল ৩টে পর্যন্ত মণিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলে জানান হয়েছে প্রশাসনের তরফে।