বিজেপি নেতার গালে সপাটে চড়, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিলেন এই IPS

বিজেপি নেতার গালে সপাটে চড়, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিলেন এই IPS

নয়াদিল্লি:  সালটা ২০০৬৷ সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন এক মহিলা আইপিএস অফিসার৷ তিনি সপাটে চড় কষিয়েছিলেন এক বিজেপি নেতার গালে৷ তখন তিনি কর্ণাটকের দেবাঙ্গেরের পুলিশ সুপার৷ বয়স মাত্র ২৭৷ এর পর সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে ফের শিরোনামে আসেন তিনি৷ তিনি আর কেউ নন, আইপিএস অফিসার সোনিয়া নারং৷ যিনি পুলিশ মহলে পরিচিত ‘আয়রন লেডি’ নামে৷ 

আরও পড়ুন- ‘খেলা হবে’ নিয়ে গান লিখতে হবে! শাবানা-জাভেদ সাক্ষাতে অনুরোধ মমতার

IPS

যে বিজেপি নেতার গালে চড় কষিয়েছিলেন সোনিয়া, তাঁর নাম রেণুকাচার্য৷ তিনি বর্তমানে কর্ণাটকের মন্ত্রী৷ ওই দিন কংগ্রেস বিরোধী একটি বিক্ষোভে সামিম হয়েছিল বিজেপি৷ পুলিশ এসে বারবার রাস্তা ফাঁকা করতে বলার পরেও তাঁদের হঠানো যায়নি৷ এর পরেই সোনিয়া চড় কষান বিধায়ক রেণুকাচার্যের গালে৷ জানা গিয়েছে, সোনিয়াকে গালমন্দও করেছিলেন তিনি৷ এই ঘটনার পর গোটা দেশে চর্চার কেন্দ্রে উঠে এসেছিলেন আয়রন লেডি৷ 

চণ্ডীগড়ের মেয়ে সোনিয়ার মুখে সর্বদাই হাসি লেগে রয়েছে৷ এই হাসির পিছনে লুকিয়ে রয়েছে তাঁর দৃঢ় মনোবল৷ সোনিয়ার অনুপ্রেরণা তাঁর বাবা এএন নারং৷ অবসর গ্রহণের সময় তিনি ছিলেন ডেপুটি সুপার৷ বাবাকে দেখেই আইপিএস হওয়ার স্বপ্ন দেখা শুরু সোনিয়ার৷ পুলিশ কর্তাদের হাতে সমাজ বদলানোর যে শক্তি রয়েছে তা আকৃষ্ট করেছিল চণ্ডীগড়ের আয়রন লেডিকে। সমাজের চোখে পুলিশ কর্তাদের সম্মান তাঁকে শক্তি জুগিয়েছিল৷ তাই উচ্চমাধ্যমিক দিয়েই শুরু হয়ে যায় তাঁর আইপিএস হওয়ার প্রস্তুতি৷ 

আইপিএস

পড়াশোনাতেও অত্যন্ত মেধাবী ছিলেন সোনিয়া৷ উচ্চমাধ্যমিকে প্রথম হন তিনি৷ তার পর পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে সোশিয়োলজিতে গোল্ড মেডেল নিয়ে স্নাতক৷ ২০০৪ সালে পুলিশের চাকরিতে যোগ দেওয়ার পরেই তাঁকে পাঠানো হয় কর্ণাটকের গুলবার্গে৷ অপরাধমূলক কাজের জন্য কুখ্যাত ছিল এই জেলা৷ সেখানে ভোট পরিচালনার দায়িত্ব শক্ত হাতে সামলেছিলেন ২৫ বছরের অফিসার৷ যা পুলিশ মহলের প্রশংসা কোড়ায়৷ এর ঠিক দুই বছর পর ২০০৬ সালে ঘটে সেই ঘটনা৷ এই ঘটনায় তিনি রাজনৈতিক মহলের চক্ষুশূল হয়ে উঠেছিলেন৷ তাঁকে বদলির বহু চেষ্টা করেছিলেন রেণুকাচার্য৷ যদিও তা সম্ভব হয়নি৷ বরং তাঁর সততা ও পরিশ্রম তাঁকে আরও দৃঢ় করে তুলেছে৷ 

আইপিএস

আরও পড়ুন- রাজ্যে নতুন কারখানা চান মমতা, দিল্লিতে গড়করিকে অনুরোধ

এর পর ২০১৩ সালে কর্ণাটকে কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে চ্যালেঞ্জ ছুড়ে ফের শিরোনামে আসেন সোনিয়া নারং৷ ১৬ হাজার কোটি টাকায় আইপিএস অফিসার সোনিয়ার নাম এনেছিলেন সিদ্দারামাইয়া৷ সেই জবাব তিনি সর্বসমক্ষেই দিয়েছিলেন৷ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পথে লড়াই করতে চান তিনি৷ কারণ তিনি জানেন তিনি সৎ৷ যা সিদ্দারামাইয়াকে অপ্রস্তুতে ফেলে৷ সেই সময় সোনিয়া ছিলেন বেঙ্গালুরুর দক্ষিণ শাখার ডেপুটি কমিশনার৷ 

সোনিয়ার স্বামীও একজন আইপিএস অফিসার৷ একটি পুত্র সন্তান রয়েছে তাঁর৷ সংসার করলেও রান্না ঘরের প্রতি একেবারেই টান নেই দাপুটে আইপিএস-এর৷ তবে সোনিয়ার কথায়, আর কিছু না হোক রাজমা-চাওয়াল রেঁধে খাওয়াতে পারব৷ আমার পরিবার বলে আমি এটা ভালোই রান্না করতে পারি৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =