নয়াদিল্লি: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের রেশ এখন যে নেই তা বলা যাবে না। সেই পরিস্থিতি ঠান্ডা হওয়ার আগেই আবার নতুন করে যুদ্ধ লেগেছে বিশ্বে। ইজরায়েল এবং প্যালেস্টাইন যুদ্ধে আপাতত ১ হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে বলে খবর৷ মৃতদের মধ্যে রয়েছেন মহিলা এবং শিশুও। ইতিমধ্যেই আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন-সহ একাধিক দেশ এমন পরিস্থিতিতে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে। এইসব দেশের মধ্যে আরও একটি দেশ আছে যারা ইজরায়েলকে সমর্থন করছে, সে দেশটি ভারত। আর তার জন্য ইজরায়েলের তরফে জানানো হয়েছে ধন্যবাদ।
গত শনিবারই ইজরায়েলের গাজা সীমান্তে আক্রমণ হেনেছে প্যালেস্টাইনি জঙ্গিগোষ্ঠী হামাস৷ এর পরই জঙ্গি গোষ্ঠীটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইজরায়েল সরকার। তারপর কেটে গিয়েছে অন্ত দু’দিন। এখন দেশের একাধিক অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তেল আভিব, জেরুসালেম-সহ ইজরায়েলের বিভিন্ন শহরে চলছে পরপর হামলা। এই অবস্থায় অন্যান্য দেশের মতো ভারতের সমর্থন পেয়ে আপ্লুত ইজরায়েল। এই কঠিন সময়ে জেরুজালেমের পক্ষে থাকার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন। ভারত-ইজরায়েল সহযোগিতার একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে ইজরায়েলের বিদেশ মন্ত্রকের তরফে।
প্রসঙ্গত, প্যালেস্তাইন ও ইজরায়েলের এই সংঘাত নতুন নয়। ১৯৪৮ সালে ইজরায়েল রাষ্ট্র গঠনের শুরু থেকেই বারবার সংঘাতে জড়িয়েছে তারা৷ যে অশান্ত করেছে গোটা পশ্চিম এশিয়াকে। সম্প্রতি ইজরায়েল দাবি করেছে, প্যারাগ্লাইডিং করে সমুদ্রপথে এবং গাড়ি নিয়ে সীমান্ত পেরিয়ে প্রচুর জঙ্গি তাদের মাটিতে ঢুকে পড়েছে। হামাস গোষ্ঠী এই হামলার নাম দিয়েছে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’। এর পাল্টা ‘অপারেশন আয়রন সোর্ড’ নামে প্রতিঘাত করেছে ইজরায়েলও।