দেশের বৃহত্তম রকেট, ৩৬টি বিদেশি উপগ্রহর সফল উৎক্ষেপণ! নজির ISRO-র

দেশের বৃহত্তম রকেট, ৩৬টি বিদেশি উপগ্রহর সফল উৎক্ষেপণ! নজির ISRO-র

নয়াদিল্লি: মহাকাশে আবারও বড় সাফল্য পেল ‘ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন’ বা ইসরো। ৩৬টি বিদেশি উপগ্রহকে নিয়ে সফল উৎক্ষেপণ করল দেশের বৃহত্তম রকেট। রবিবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে মহাকাশে পাড়ি দেয় এই রকেট। শেষ কয়েক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার এত বড় সফল উৎক্ষেপণ ইসরোর। এর আগে ২০২২ সালের অক্টোবর মাসে প্রথম দফায় ৩৬টি উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছিল।

আরও পড়ুন- এবার মহাকাশে ঘুরতে যেতে পারেন আপনিও! ব্যবস্থা করছে ইসরো, কিন্তু খরচ কত জানেন?

রবিবার মহাকাশে পাড়ি দিয়েছে ভারতের সবচেয়ে বড় ‘লঞ্চ ভেহিকেল মার্ক- ৩’ (এলভিএম ৩) রকেট। চন্দ্রায়ন ২ অভিযানের সময়ও এই রকেট ব্যবহার করা হয়েছিল। আর যে ৩৬টি উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে তার মিলিত ওজন ৫ হাজার ৮০৫ কেজি। এদিকে এই রকেটটি ৪৩.৫ মিটার লম্বা এবং ৬৪৩ টন ওজনের। বড় বিষয় হল, এর আগে ৫০০-র বেশি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর বিরল রেকর্ড রয়েছে ইসরোর দখলে। তাই এটি সাফল্যের মুকুটে নতুন পালক হয়ে গেল। 

এদিন ওয়ানওয়েব ইন্ডিয়া-২ মিশনের সফল উৎক্ষেপণটি লাইভ স্ট্রিম করা হয়েছিল ইসরোর ইউটিউব চ্যানেল থেকে। মহাকাশে ওয়ানওয়েবের ৫৮২টি উপগ্রহ রয়েছে। আসলে এটি হল একটি ব্রিটিশ সংস্থা, যাদের ৩৬ টি উপগ্রহ লঞ্চ করেছে ইসরো। মোট ৭২ টি উপগ্রহ উৎক্ষপেণেক জন্য দুই ধাপে হাজার কোটি টাকার চুক্তি সাক্ষর করেছিল এই দুই সংস্থা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − eight =