অন্তরঙ্গ মুহূর্তে বেফাঁস দম্পতি, নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও

জয়পুর: পাঁচ তারা হোটেলের ঘরে এক দম্পতির একান্ত মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পর বেশ চটেছেন নেটিজেনরা। মানুষ বলছেন, এভাবে কারও গোপনীয়তা ভাইরাল করা ঠিক নয়।…

জয়পুর: পাঁচ তারা হোটেলের ঘরে এক দম্পতির একান্ত মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পর বেশ চটেছেন নেটিজেনরা। মানুষ বলছেন, এভাবে কারও গোপনীয়তা ভাইরাল করা ঠিক নয়। কিছু মানুষ আবার দম্পতিকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। ঘটনার পর পুলিশও এই বিষয়ে কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে খবর।

ঘটনাটি জয়পুরের ২২ গোডাউন সার্কেলের কাছে। এক দম্পতি একটি ফাইভ স্টার হোটেলে একান্ত মুহূর্তে ছিলেন। ঘটনার সময় কাচের জানালায় কোনও পর্দা ছিল না এবং ভিতরেও আলো জ্বলছিল। এমন পরিস্থিতিতে, রাস্তা দিয়ে যাওয়া লোকজন ঘরের পুরো দৃশ্য দেখতে পাচ্ছিল। তাদের মধ্যেই কেউ ভিডিওটি রেকর্ড করে ও ভাইরাল করে। মানুষ বলছে যে ঘটনার সময় রাস্তায় জ্যাম হয়ে গিয়েছিল। কারণ প্রচুর মানুষ রাস্তায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে শুরু করেছিল। এমন পরিস্থিতিতে হোটেল কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে। তারাই সেখান থেকে লোকজনকে সরিয়ে দেয়। যে এলাকায় এই ঘটনাটি ঘটেছে সেটিকে শহরের ভিআইপি চলাচলের এলাকা হিসেবে মনে করা হয়। কারণ মুখ্যমন্ত্রীর বাসভবন, বিধানসভা, সচিবালয়, হাইকোর্ট এবং বিজেপি অফিসও এই এলাকায় অবস্থিত।

যে হোটেল থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটিকে অতিথিদের জন্য খুবই নিরাপদ বলে মনে করা হয়। কিন্তু সেখানে এমন ঘটনা ঘটায় অবাক অনেকেই। সৌভাগ্যবশত, ভিডিওতে মেয়ে এবং ছেলের মুখ স্পষ্টভাবে দেখা যাচ্ছে না।

ভিডিওটি ভাইরালকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ায় এর বিরোধিতা চলছে। কেউ কেউ বলছেন যে হোটেলের কাঁচ কালো ছিল, তাই দম্পতি বুঝতে পারেননি যে বাইরে থেকে সবকিছু দেখা যাবে। একই সাথে, অনেকে লিখেছেন যে এভাবে কারও গোপনীয়তা ফাঁস করা ঠিক নয়, মানুষের এখন এই মানসিকতা থেকে বেরিয়ে আসা উচিত।

A case of a couple’s privacy being made public has come to light from a 5-star hotel in Jaipur through a viral video spread in social media.