নয়াদিল্লি: ‘বুরা না মানো, হোলি হ্যায়’। রঙের উৎসবের জন্য এই প্রবাদ প্রচলিত আছে। কিন্তু তা বলে কি যা মন চায় তাই করা যায় শুধু রঙ মাখানোর নামে? একদমই নয়। দোল বা হোলিতে কাউকে রঙ মাখানোর আগে সচেতন থাকাটাই কাম্য। কিন্তু দেশেই এমন ঘটনা ঘটল যা লজ্জা দেবে দেশবাসীকে। এক জাপানি তরুণীকে রঙ মাখানোর নামে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। ওই তরুণী এতটাই ভয় পেয়েছেন যে রাতারাতি দেশ ছেড়ে চলে গিয়েছেন বলে জানা গিয়েছে। দেশের রাজধানী দিল্লিতে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।
আরও পড়ুন- রাত ছিল নিদ্রাহীন, ইডি হেফাজতে দিল্লির প্রথম সকাল কেমন গেল ‘কেষ্ট’র?
ভারত বিশ্বাস করে ‘অতিথি দেব ভব’-তে। কিন্তু নয়াদিল্লির ঘটনা চূড়ান্ত লজ্জা এবং অপমান করবে আমাদের সকলকে। জানা গিয়েছে, দিল্লির পাহারগঞ্জে ছিলেন এক জাপানি তরুণী যিনি দেশে ঘুরতে এসেছিলেন। অভিযোগ, হোলির দিন তাকে জোর করে রঙ মাখায় কয়েকজন। তিনি বারণ করলেও শোনেনি কেউই, উলটে মাথায় ডিম ফাটিয়ে দেওয়া হয়, জোর করে জড়িয়ে ধরে রঙ মাখানো হয়। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে। তাতে দেখা যাচ্ছে, ওই তরুণী রীতিমত অস্বস্তি বোধ করছেন এবং একজনকে প্রায় চড়ও মারতে গিয়েছেন। ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা আজ বিকেল ডট কম যাচাই করেনি।
” style=”border: 0px; overflow: hidden”” title=”নিজের বাড়িতেও থাকছেন না বাদামকাকু! Bhuwan Badyakar losing social media stardom?” width=”560″>
পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় অভিযুক্ত হিসেবে ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে একজন নাবালক। জেরায় নিজেদের অপরাধ স্বীকারও করেছেন তারা। যদিও কোনও বিদেশিনীকে যৌন হেনস্তার কোনও অভিযোগ জমা পড়েনি পাহারগঞ্জ থানায়, এমনটাই জানা গিয়েছে। অনুমান, ভয়ে ওই তরুণী কোনও অভিযোগ না করেই দেশ ছেড়েছেন।