পুলিৎজার জয়ী সাংবাদিককে আটকাল বিমানবন্দর, নিতে যেতে পারলেন না পুরস্কার

পুলিৎজার জয়ী সাংবাদিককে আটকাল বিমানবন্দর, নিতে যেতে পারলেন না পুরস্কার

নয়াদিল্লি: কাশ্মীরি চিত্র সাংবাদিক সানা ইরশাদ মাট্টু পুলিৎজার জিতেছেন। সেই পুরস্কার নিতেই আমেরিকায় যাচ্ছিলেন তিনি। কিন্তু তা নিতে যেতে পারলেন না। কারণ দিল্লি বিমানবন্দর তাঁকে আটকে দিয়েছে, যেতে দেয়নি। এমনই অভিযোগ করেছেন সাংবাদিক। এই নিয়ে দ্বিতীয়বার তাঁর সঙ্গে এমন আচরণ করা হয়েছে বলেও সরব হয়েছেন সানা। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে সুর চড়িয়েছেন তিনি।

আরও পড়ুন- নিয়োগ দুর্নীতি জ্বলছে বাংলা, ওডিশায় খারিজ অস্থায়ী পদ, স্থায়ীকরণের পথে ৫৭ হাজার কর্মী

টুইটার সানা জানিয়েছেন, পুলিৎজার পুরস্কার নিতে নিউ ইয়র্ক যাচ্ছিলেন তিনি। কিন্তু দিল্লি বিমানবন্দরের অভিবাসন দফতর তাঁকে বাধা দেয়। আমেরিকা যাওয়ার বৈধ টিকিট এবং ভিসা থাকা সত্ত্বেও তাঁকে আটকানো হয়েছে বলে দাবি করে তিনি। একই সঙ্গে এও জানান, কেন তাঁকে আটকানো হচ্ছে এই নিয়ে অনেক আধিকারিকের কাছে প্রশ্ন করলেও তিনি কোনও সদুত্তর পাননি। এর আগে একটি বই প্রকাশ এবং চিত্র প্রদর্শনীতে যোগ দিতে প্যারিস যাওয়ার সময় তাঁকে আটকানো হয়েছিল। এবার এই কারণে তিনি পুলিৎজার পুরস্কার নিতে যেতে ব্যর্থ হলেন। সানা এই নিয়েও টুইটে লিখেছেন, ”আমাকে দ্বিতীয় বার আটকানো হল, কোনও কারণ ছাড়াই। নিউ ইয়র্কের এই অনুষ্ঠানে যোগ দিতে পারার মতো সুযেগ জীবনে এক বারই আসে।”

একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার চিত্র সাংবাদিক সানা ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ছবি তুলে ২০২২ সালে পুলিৎজার পান। তবে তাঁকে আটকানোর বিষয়ে জানা গিয়েছে, কাশ্মীরের কয়েক জন সাংবাদিকের বিদেশ যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। সেই তালিকাতে সানার নাম থাকায় তাঁকে বিদেশ যেতে দেওয়া হয়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =