বেঙ্গালুরু: কর্ণাটক বিধানসভার ফলাফল আগামী লোকসভা নির্বাচনে যে বড় প্রভাব ফেলতে পারে তা আন্দাজ করাই যায়। সেই প্রেক্ষিতে এই নির্বাচন বিরাট গুরুত্বপূর্ণ। কিন্তু এর ফলাফল কী হবে? ত্রিশঙ্কু নাকি কংগ্রেসের বাজিমাত, তা জানতে আগামী কয়েক ঘণ্টা অপেক্ষা করলেই হবে। কারণ শুরু হয়ে গিয়েছে ভোটগণনা। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত দিয়েছিল যে রাজ্যে ত্রিশঙ্কু হতে চলেছে। তবে কংগ্রেসও যে একাধিক আসনে এগিয়ে থাকতে পারে তার আভাসও মিলেছিল।
বিজেপি, কংগ্রেস এবং জেডিএস, এই তিন দলের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা এতদিন দেখে এসেছে কর্নাটক। এ বারেও তেমনটাই হওয়ার সম্ভবনা। ২০১৮-র বিধানসভা নির্বাচনে ১০৪টি আসনে বিজেপি জিতলেও রাজ্যের শাসক হয়েছিল কংগ্রেস এবং জেডিএস। মিলিতভাবে তারা পেয়েছিল ১১৭টি আসন। মুখ্যমন্ত্রী হয়েছিলেন দেবগৌড়া-পুত্র কুমারস্বামী। কিন্তু ২০১৯-এর জুলাই মাসে দু’দলের দেড় ডজন বিধায়ক ভাঙিয়ে ক্ষমতা দখল করেছিল বিজেপি। কিন্তু এককভাবে পদ্ম শিবির বিগত কয়েক বছরে কখনই ‘জাদু সংখ্যা’ ছুঁতে পারেনি। তাদের ৪ মুখ্যমন্ত্রীর মধ্যে কেউই ৪ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি। এবার কি সেইক্ষেত্রেও বদল ঘটবে?
” style=”border: 0px; overflow: hidden”” title=”মুখ্যমন্ত্রী হওয়ার আশা পূরণ হল না উদ্ধব ঠাকরের! কিন্তু কেন জানেন?” width=”853″>
এক্সিট পোলে ত্রিশঙ্কুর পাশাপাশি কংগ্রেসের জেতার বিষয়টিও লক্ষ্য করা গিয়েছিল। অধিকাংশ সমীক্ষায় দেখা গিয়েছে যে, একাধিক আসনে বিজেপির থেকে ভালো ফল করতে পারে কংগ্রেস। সেক্ষেত্রে বলা যায় বড় ফ্যাক্টর হয়ে যাবে সেই জেডিএস। রাজ্যের ক্ষমতা দখল কারা করবে তার ‘নির্ণায়ক’ হবে তারাই।